‘জুলাই যোদ্ধা’ সুরভীকে দেখতে গেলেন নাহিদ ইসলাম; বললেন, ‘অন্যায় হয়েছে, পুরো ঘটনা বানোয়াট’
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, 'জুলাই যোদ্ধা' তাহরিমা জান্নাত সুরভীর সাথে কোনো ন্যায়বিচার করা হয়নি এবং তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ বানোয়াট।
সোমবার (৫ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে গাজীপুর মহানগরীর টঙ্গীর মরকুন টেকপাড়া এলাকায় জামিনে মুক্তি পাওয়া সুরভীর বাসায় তাকে দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, 'আমরা তাহরিমা জান্নাত সুরভীর বাসায় এসেছি, তার পরিবারের সঙ্গে দেখা করেছি। তাকে মিথ্যা মামলায় জেলে দেওয়া হয়েছিল। আপনারা জানেন, তার বয়স লুকিয়ে রিমান্ড মঞ্জুর করা হয়েছিল। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ও আমাদের জুলাইয়ের জনতা এ বিষয়ে সরব প্রতিবাদ করে। পাশাপাশি গাজীপুরের নাগরিক পার্টির নেতৃবৃন্দ ও আইনজীবীদের প্রচেষ্টায় তার রিমান্ড বাতিল করে জামিন দিয়েছে। আমাদের বক্তব্য হচ্ছে, সুরভী যদি অন্যায় করেও থাকেন তাহলে দেশের নাগরিক হিসেবে সুবিচার পাওয়ার কথা ছিল তার, তিনি তা পাননি। আমরা পরবর্তীতে জানতে পেরেছি পুরো ঘটনাটি ছিল বানোয়াট।'
বক্তব্যের এক পর্যায়ে নাহিদ ইসলাম কিছু গণমাধ্যমের ভূমিকা নিয়ে সমালোচনা করেন। তিনি বলেন, 'কিছু কিছু মিডিয়া জুলাই গণ-অভ্যুত্থান পরিচিত মুখদের চরিত্র হননের চেষ্টা করছে। তাহরিমা জান্নাতের ঘটনাটি তারই ধারাবাহিক একটি প্রচেষ্টা।'
'কয়েকটি মিডিয়া আমরা লক্ষ্য করেছি, জুলাই গণ-অভ্যুত্থানের নেতাদের কোনো কিছু পেলেই সত্য-মিথ্যা যাচাই-বাছাই না করেই ঢালাওভাবে প্রচার করে। নির্বাচনকে সামনে রেখে পরিকল্পিত চক্রান্ত হচ্ছে, জুলাইয়ের নেতাদের নামে অপপ্রচার চালাচ্ছে', যোগ করেন তিনি।
তিনি বলেন, 'দেশের জনগণ জানে, ৫ আগস্টের পর কারা চাঁদাবাজি করেছে, জমিদখল করেছে। কিন্তু সেগুলো ঢাকতে প্রকৃত চাঁদাবাজদের রেখে জুলাই গণ-অভ্যুত্থানকারীদের ওপর এ ধরনের মিথ্যা দোষারোপ করার চেষ্টা চলছে'।
নাহিদ ইসলাম স্পষ্ট করে বলেন, 'আমরা কোনো অতিরিক্ত সুবিধা চাই না, কেবল ন্যায়বিচার চাই। গণ-অভ্যুত্থানে অংশ নেওয়ার কারণে প্রশাসন যেন কোনো নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে অবস্থান না নেয়, আমরা সেই দাবি জানাই।'
উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর রাতে টঙ্গীর নিজ বাসা থেকে সুরভীকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। গতকাল সোমবার সকালে পুলিশ তাকে আদালতে তুলে পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর প্রতিবাদে আদালত প্রাঙ্গণে জাতীয় ছাত্রশক্তির নেতা-কর্মীরা বিক্ষোভ শুরু করেন।
পরবর্তীতে আইনজীবীরা রিভিশন আবেদন করলে সন্ধ্যায় গাজীপুরের অতিরিক্ত জেলা দায়রা জজ-১ আদালতের বিচারক অমিত কুমার দে রিমান্ড বাতিল করে সুরভীর চার সপ্তাহের জামিন মঞ্জুর করেন। রাতে কারাগার থেকে মুক্তি পেয়ে বাসায় ফিরলে এনসিপির স্থানীয় নেতা-কর্মীরা সুরভীকে অভিনন্দন জানান।
সুরভী জামিনে মুক্তি পেয়ে বাসায় ফিরলে তাকে অভিনন্দন জানাতে এনসিপির গাজীপুর মহানগর ও টঙ্গীর বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
