ঢাকা-১৯: বিএনপির সালাউদ্দিন বাবু ও জামায়াতের আফজালসহ ৯ প্রার্থীর মনোনয়ন বৈধ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য দাখিলকৃত ১১টি মনোনয়নপত্রের মধ্যে ৯টি বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) যাচাই-বাছাই শেষে ঢাকা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. রেজাউল করিম এই সিদ্ধান্ত জানান।
বাকি দুজনের মধ্যে স্বতন্ত্র প্রার্থী মো. হারুনুর রশিদের মনোনয়নপত্র বাতিল এবং বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী মো. কামরুলের মনোনয়নপত্র বর্তমানে স্থগিত রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।
সহকারী রিটার্নিং কর্মকর্তা জানান, স্বতন্ত্র প্রার্থী হারুনুর রশিদের মনোনয়নপত্রের দ্বিতীয় ও তৃতীয় অংশ পূরণ করা হয়নি এবং তিনি হলফনামাও জমা দেননি। ফলে তার মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে। অন্যদিকে, বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী মো. কামরুলের মনোনয়নে দলের চেয়ারম্যানের পরিবর্তে মহাসচিবের স্বাক্ষর থাকায় তা আপাতত স্থগিত রাখা হয়েছে। তবে এই ত্রুটি সমাধান করলে তার মনোনয়নপত্রটি বৈধ বলে গণ্য হতে পারে।
যাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন- ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু (বিএনপি), মো. আফজাল হোসাইন (জামায়াতে ইসলামী), দিলশানা পারুল (জাতীয় নাগরিক পার্টি-এনসিপি), মো. ফারুক খান (ইসলামী আন্দোলন বাংলাদেশ), এ কে এম এনামুল হক (খেলাফত মজলিস), ইসরাফিল হোসেন সাভারী (ন্যাশনাল পিপলস পার্টি), শেখ শওকত হোসেন (গণঅধিকার পরিষদ), মো. বাহাদুর ইসলাম (জাতীয় পার্টি) এবং চৌধুরী হাসান সারওয়ার্দী (লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি)।
মনোনয়ন স্থগিত হওয়া প্রসঙ্গে বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থী মো. কামরুল জানান, বিষয়টি সমাধানের জন্য তাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ নির্বাচন কমিশনে রয়েছেন এবং দ্রুতই এর সমাধান হবে বলে তিনি আশাবাদী। তবে মনোনয়নপত্র বাতিল হওয়া স্বতন্ত্র প্রার্থী হারুনুর রশিদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ প্রার্থীরা ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে আপিল করতে পারবেন এবং আগামী ১২ ফেব্রুয়ারি এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
