ঢাকা-১২ আসনে আমজনতার তারেকের মনোনয়ন বৈধ, লড়বেন প্রজাপতি প্রতীকে
ঢাকা ১২ আসনে আমজনতার দলের সদস্যসচিব তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অবস্থিত রিটার্নিং অফিসারের কার্যালয়ে তিনি এ তথ্য জানান।
এসময় তারেক রহমান বলেন, 'হারি বা জিতি- ঢাকা-১২ আসনের মানুষের সঙ্গে আমাদের অনেক কথা আছে। প্রতীক বরাদ্দের পর আমরা প্রতীক দেখাব। দল হিসেবে প্রজাপতি মার্কা সিলেক্ট হয়েছে। প্রতীক বরাদ্দ হলেও সেটাই হবে।'
তিনি বলেন, 'নির্বাচনে জিতলে এখানে যুবকদের জন্য কর্মসংস্থান ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। খেলার মাঠ দখলমুক্ত করা হবে। মেয়েদের জন্য নিরাপদ পরিবেশের ব্যবস্থা করা হবে।'
আমজনতার দলের তারেক ছাড়াও একই আসনে লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) দলের মহাসচিব মোমিনুল আমিন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
