খালেদা জিয়ার জানাজা: সংসদ ভবন এলাকায় জনতার ঢল
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা আজ বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।
তার জানাজায় অংশগ্রহণ করতে এবং শেষ শ্রদ্ধা জানাতে ইতোমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংসদ ভবন এলাকায় ছুটে আসছেন সাধারণ মানুষ।
সরেজমিনে দেখা যায়, কুড়িগ্রাম, কুমিল্লা, ফেনী, ময়মনসিংহ অনেক জেলা থেকে অসংখ্য মানুষ তার জানাজায় অংশ নিতে আসছেন। অনেকেই ভোর চারটায় এসে পৌঁছেছেন।
উপস্থিত অনেকেই কালো ব্যাজ পরে এসেছেন।
ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ বেগম খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে ঢাকায় প্রবেশ করছেন। ঢাকার বাইরে থেকে আসা বাসগুলোকে মানিক মিয়া এভিনিউ থেকে কয়েক কিলোমিটার দূরে রেখে যাত্রীরা পায়ে হেঁটে জানাজার স্থলে পৌঁছাচ্ছেন।
মানিক মিয়া এভিনিউ ও এর আশপাশের রাস্তাগুলোতে যান চলাচল বন্ধ রাখা হয়েছে, শুধুমাত্র পায়ে হেঁটে প্রবেশের অনুমতি রয়েছে।
আগারগাঁও মোড়, বিজয় সরণি মোড় ও ফার্মগেট মোড় থেকে মানিক মিয়া এভিনিউতে গাড়ি প্রবেশও বন্ধ রাখা হয়েছে।
বগুড়ার মোহম্মদ এসহাক আলি গাজীপুর থেকে নামাজে জানাজায় অংশ নিতে এসেছেন। তিনি বলেন, 'সকাল ৭টায় গাজীপুর থেকে রওনা দিয়েছি। আমাদের এলাকায় তো কত জনসভায় তার ভাষণ শুনেছি। এমন নেত্রী আমরা আর পাবো না।'
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর উদ্যোগে আসাদগেট এলাকায় রাস্তার পাশে গাড়িতে জরুরি চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
ড্যাব-এর সদস্য ডাক্তার নাজমুল হোসেন বলেন, 'শীতে অনেকের শ্বাসকষ্ট হয়। তাদের ইনহেলার দেওয়া হচ্ছে। পানি দেওয়া হচ্ছে। কেউ হাঁটতে গিয়ে পড়ে পা কেটে গেলে ব্যান্ডেজ করা হচ্ছে। মোট কথা, জরুরি সেবা দেওয়া হচ্ছে। হাঁটতে গিয়ে পায়ে ব্যথা হলে প্যারাসিটামলও দেওয়া হচ্ছে।'
অনেক মানুষ এই সেবা নিতে আসছেন এবং চিকিৎসা দিচ্ছে ড্যাবের মেডিকেল টিম।
এদিকে, খালেদা জিয়ার জানাজা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা ব্যাপকভাবে জোরদার করা হয়েছে। নিরাপত্তা বিবেচনায় খালেদা জিয়ার স্বামী এবং প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের আশপাশে কোনও সাধারণ মানুষকে এখন প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
শেষ খবর পাওয়া পর্যন্ত, গুলশান থেকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় পৌঁছেছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ বহনকারী গাড়ি।
আজ দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের মাঠ ও সংলগ্ন মানিক মিয়া এভিনিউসহ পুরো এলাকাজুড়ে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
জানাজা শেষে বেলা সাড়ে ৩টায় খালেদা জিয়াকে তার স্বামী, প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।
