সৈয়দ মঞ্জুর এলাহী, আমিরুল ইসলাম ও ফেরদৌসী কাদরী পেলেন গুণীজন সম্মাননা
বাংলাদেশে এখন সজ্জন, পেশাদারিত্ব ও দায়িত্বশীল গুণের প্রয়োজন দেখা দিয়েছে। যাদের মধ্যে এসব গুণ আছে তাদের সম্মানিত করতে হবে। পাশাপাশি আমাদের এমন লোক তৈরি করতে হবে যারা তাদের মেধা দিয়ে, নৈতিকতা বজায় রেখে ও দেশপ্রেম দিয়ে দেশকে সামনে এগিয়ে নেবে।
দৈনিক বণিক বার্তা ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) যৌথ উদ্যোগ 'গুণীজন সংবর্ধনা'র অষ্টম আয়োজনে এমনটাই বলেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা, অর্থনীতিবিদ, শিক্ষক, গবেষক ও ব্যবসায়ীরা।
অর্থনীতি, ব্যবসা, স্বাস্থ্যসহ দেশের বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাদের সংবর্ধনা দেওয়া হয়। তাদের মধ্যে বেসরকারি খাতের সফল উদ্যোক্তা ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহীকে মরণোত্তর সম্মাননা জানানো হয়।
এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আমিরুল ইসলাম চৌধুরী ও বিজ্ঞানী ফেরদৌসী কাদরীকে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে জানানো হয়, শিক্ষক, গবেষক, অর্থনীতিবিদ আমিরুল ইসলাম চৌধুরী দীর্ঘ কর্মজীবনে নীতি প্রণয়ন ও দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। আর টিকা উদ্ভাবন, পরীক্ষণ, প্রয়োগ ও দেশে সংক্রামক রোগ গবেষণায় অবদান রেখেছেন ফেরদৌসী কাদরী।
সৈয়দ মঞ্জুর এলাহীর পক্ষে তার ছেলে সৈয়দ নাসিম মঞ্জুর সম্মাননা গ্রহণ করেন। আর অধ্যাপক আমিরুল ইসলাম চৌধুরী ও বিজ্ঞানী ফেরদৌসী কাদরীসহ তিনজনের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী, সিপিডির সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান, নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন, হোসেন জিল্লুর রহমান, ব্যবসায়ী নেতা মাহবুবুর রহমান, কামরান টি রহমান, বিআইডিএস মহাপরিচালক একে এনামুল হক।
আজ মঙ্গলবার রাতে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এ অনুষ্ঠান হয়। বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিআইডিএসের মহাপরিচালক এ কে এনামুল হক। অনুষ্ঠান আয়োজনে সহযোগিতায় ছিল ইউনাইটেড ফাইন্যান্স ও প্রাইম ব্যাংক।
অনুষ্ঠানে সম্মাননা পাওয়া তিনজনের বিষয়ে স্মৃতিচারণ করে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, ময়না ভাই (আমিরুল ইসলাম) অনেক বিনয়ী ও জ্ঞানী ব্যক্তি। ফেরদৌসী কাদরী অত্যন্ত কাজপাগল মানুষ। আর সৈয়দ মঞ্জুর এলাহী ছিলেন ভালো ব্যবস্থাপক। তিনি ছিলেন স্বল্পভাষী, কিন্তু কথাবার্তায় অত্যন্ত দৃঢ়। তারা তিনজনই প্রচণ্ড দেশপ্রেমিক। বাংলাদেশকে গড়ে তুলতে স্বপ্ন দেখতেন।
বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিশিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান বলেন, আজকের বাংলাদেশে তিনটি গুণের প্রয়োজন দেখা দিয়েছে। তা হচ্ছে সজ্জন হওয়া, পেশাদারিত্বের মনোভাব সর্বস্তরে বিকাশ হওয়া এবং সবচেয়ে বেশি জরুরি দায়িত্ববোধ।
হোসেন জিল্লুর রহমান বলেন, অধ্যাপক আমিরুল ইসলাম চৌধুরী ছিলেন অত্যন্ত সজ্জন মানুষ। তিনি সবসময় পেশাদারিত্বের সর্বোচ্চ মান বজায় রাখতেন এবং দায়িত্বশীলতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। সজ্জনতা, পেশাদারিত্ব ও দায়িত্ববোধ— বর্তমান বাংলাদেশে এই তিনটি গুণ অত্যন্ত জরুরি হয়ে উঠেছে। আমাদের সবার মধ্যে সজ্জন হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে, সর্বস্তরে পেশাদারিত্বের চর্চা বিস্তৃত করতে হবে এবং সর্বোপরি দায়িত্ব গ্রহণ করে তা নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করতে হবে।
সম্মাননা পাওয়ায় অনুভূতি ব্যক্ত করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আমিরুল ইসলাম চৌধুরী বলেন, আজকে এ অনুষ্ঠানে এসে ভালো লাগছে। সবাইকে ধন্যবাদ জানাই।
ফেরদৌসী কাদরী বলেন, আমি আসলে খুবই সাধারণ মানুষ। কাজ করতে পছন্দ করি। আমি রাজনীতি করিও না, বুঝিও না। কিন্তু আমি আমার দেশকে অত্যন্ত ভালোবাসি। আমি সবসময় আমার ছেলে-মেয়েদের বলি যে আমার কোনো অসুখ হলেও তোমরা আমাকে দেশের বাইরে নিবে না। ঢাকায় চিকিৎসা করবে। আমি ঢাকায় থাকতে চাই। শেষ পর্যন্ত ঢাকায় আমাকে রাখবে তোমরা।
