যাত্রাবাড়ীতে মাদ্রাসা থেকে ৯ বছরের শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর যাত্রাবাড়ীতে একটি মাদ্রাসা থেকে মোদাচ্ছির নামের ৯ বছরের এক শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় যাত্রাবাড়ীর কুতুবখালী রোডে অবস্থিত মাদ্রাসাতুল ইত্ক্বান লি উলূমিল কোরআন মাদ্রাসা থেকে যাত্রাবাড়ী থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি, বিকেলে শিশুটি একা বাথরুমে যায়। দীর্ঘ সময়েও বের না হওয়ায় দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, বাথরুমের একটি হুকের সঙ্গে গামছা পেঁচিয়ে শিশুটি আত্মহত্যা করেছে।
তবে শিশুটির পরিবারের অভিযোগ, তাকে হত্যা করা হয়েছে। পরিবারের দাবি, তার গলায় আঁচড়ের দাগ রয়েছে।
ঘটনার পর প্রাথমিক সুরতহাল শেষে শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপির ওয়ারী বিভাগের ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. শামীম হোসেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "সন্ধ্যায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এটি হত্যা নাকি আত্মহত্যা—তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি স্পষ্ট হবে।"
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাজু আহমেদ বলেন, "পুলিশ যাওয়ার আগেই মাদ্রাসা কর্তৃপক্ষ লাশ নামিয়ে ফেলে। শিশুটির পরিবার এটিকে হত্যা বলে দাবি করছে। ঘটনাটি বর্তমানে তদন্তাধীন।"
