চট্টগ্রামে থানার ব্যারাক থেকে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
চট্টগ্রামের চকবাজার থানার ব্যারাক থেকে এক সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৩ নভেম্বর) সকাল ১১টার দিকে বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ওহিদুর রহমান (৩২) নোয়াখালী জেলার কবিরহাট থানার শহীদুল্লাহর ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, 'নাইট ডিউটি করার পর ফ্রেশ হতে টয়লেটে গিয়েছিলেন ওহিদুর। পরে অনেকক্ষণ সেখান থেকে বের না হওয়ায় অন্যরা দরজায় টোকা দেন। কিন্তু তার কোনো সাড়াশব্দ না পাওয়ায় দরজা ভেঙে দেখা যায়, তিনি ফাঁস দিয়েছেন।'
তিনি বলেন, 'ওহিদুর আগে বরিশাল ছিলেন। তার পরিবারও বরিশালে থাকেন। বদলি হওয়ার জন্যও কখনো পীড়াপীড়ি করেননি। কেন এমন ঘটনা ঘটল বিষয়টি বুঝতে পারছি না।'
ওসি আরও বলেন, 'তদন্তের পর বিস্তারিত জানা যাবে। মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।'
চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) নাজের হোসেন বলেন, 'কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনও জানা যায়নি। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। পারিবারিক কোনো ঝামেলা ছিল কি না, তা পরিবারের মানুষের সঙ্গে কথা বললেই জানা যাবে।'
