হাদি হত্যা: খুনিদের গ্রেপ্তারে সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম ইনকিলাব মঞ্চের
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের বিষয়ে দৃশ্যমান অগ্রগতি জানাতে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরীকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে সংগঠনটি।
শনিবার (২০ ডিসেম্বর) সংগঠনটির সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের শাহবাগের এক বিক্ষোভ সমাবেশ থেকে এই আল্টিমেটাম ঘোষণা করেন।
এর আগে, শনিবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে ওসমান হাদিকে সমাহিত করা হয়। দাফন পরবর্তী কর্মসূচি হিসেবে শাহবাগে আয়োজিত সমাবেশে আল্টিমেটাম দিয়ে ইনকিলাব মঞ্চের নেতা জাবের বলেন, 'আগামীকাল বিকাল সোয়া ৫টার মধ্যে শরিফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো জবাব না এলে আবারও শাহবাগে অবস্থান নেওয়া হবে।'
বক্তব্যে জাবের সামরিক ও বেসামরিক গোয়েন্দা সংস্থার ভেতরে ঘাপটি মেরে থাকা আওয়ামী সন্ত্রাসীদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।
শেষে তিনি বলেন, 'আমরা শাহবাগেই অবস্থান করব। আপনাদের (আন্দোলনকারীদের) বিশ্রাম প্রয়োজন। আজকের জন্য আপনারা বাসায় যান। আমাদের বেঁধে দেওয়া সময়ের মধ্যে যদি সরকারের পক্ষ থেকে জবাব না আসে তাহলে আমরা আবারও শাহবাগে অবস্থান নেব।'
আন্দোলনকারীরা শাহবাগ ত্যাগ করার পর প্রায় তিন ঘণ্টা ধরে বন্ধ থাকা আশপাশের রাস্তাগুলোতে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
