হাদির ওপর হামলাকারীর সীমান্ত পাড়ি দেয়ার তথ্য নেই পুলিশের কাছে: ডিএমপি
ঢাকা-৮ এর স্বতন্ত্র এমপি প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলাকারী 'সীমান্ত পাড়ি দিয়ে দেশত্যাগ করেছে'—এমন কোনো তথ্য নেই বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপি বলছে, সম্ভাব্য সব জায়গায় অভিযান চালানো হচ্ছে এবং গোয়েন্দারা তৎপর রয়েছেন।
রোববার (১৪ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব কথা বলেন।
হামলাকারী সীমান্ত পাড়ি দিয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে ডিসি তালেবুর রহমান বলেন, 'ঘটনার দিন থেকেই আমরা প্রাথমিক তদন্ত শুরু করেছি। বিভিন্ন তথ্যসূত্র থেকে প্রাপ্ত তথ্যগুলো বিশ্লেষণ করা হচ্ছে। তবে হামলাকারী সীমান্ত পাড়ি দিয়েছে—এ সংক্রান্ত কোনো সুনির্দিষ্ট তথ্য এই মুহূর্তে আমাদের কাছে নেই। আমরা চেষ্টা করছি, সম্ভাব্য সব জায়গায় অভিযান পরিচালনা করা হচ্ছে এবং আমাদের গোয়েন্দারাও তৎপর রয়েছে।'
পুলিশ জানায়, গত ১২ ডিসেম্বর পল্টনে হামলার পরপরই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়। সেই ফুটেজ বিশ্লেষণ করে প্রধান সন্দেহভাজন বা শুটারকে শনাক্ত করা হয়েছে। এছাড়া ফুটেজ দেখে মোহাম্মদ আব্দুল হান্নান নামে এক ব্যক্তিকে র্যাব আটক করে পল্টন থানায় হস্তান্তর করেছে। তিনি হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটির মালিক বলে জানা গেছে। তার সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে পুলিশ।
হামলাকারীকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণার কারণ ব্যাখ্যা করে ডিএমপির এই কর্মকর্তা বলেন, 'যেহেতু আমরা তাকে শনাক্ত করতে পেরেছি, তাই দ্রুত গ্রেপ্তারের স্বার্থে এবং মানুষকে তথ্য দিতে উদ্বুদ্ধ করতেই পুরস্কার ঘোষণা করা হয়েছে।'
পুলিশ কর্মকর্তা জানান, এ ঘটনায় এখনো ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। তবে পুলিশ নিজস্ব প্রক্রিয়ায় তদন্ত চালিয়ে যাচ্ছে।
হামলার নেপথ্য কারণ বা এটি 'টার্গেট কিলিং' কি না—এমন প্রশ্নের জবাবে ডিএমপির এই কর্মকর্তা বলেন, 'আমরা এখনো এমন শঙ্কা দেখছি না। তবে সব সম্ভাবনা মাথায় রেখেই তদন্ত চলছে। কী কারণে এবং কেন ওই সময়টা বেছে নেওয়া হলো, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রধান সন্দেহভাজন এবং তার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তার করা গেলে জিজ্ঞাসাবাদে ঘটনার প্রকৃত রহস্য ও মোটিভ উদ্ঘাটন করা সম্ভব হবে।'
হাদির ওপর হামলার ঘটনায় অন্যান্য প্রার্থীরা আতঙ্কিত কি না এবং তাদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হবে কি না—জানতে চাইলে তিনি বলেন, 'এটি একটি দুঃখজনক ঘটনা। তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আসন্ন ত্রয়োদশ সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে ডিএমপির পক্ষ থেকে বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে।'
তিনি আরও বলেন, 'প্রার্থীদের নিরাপত্তার বিষয়টিও আমাদের নিরাপত্তা ছকে রয়েছে। হেভিওয়েট প্রার্থীসহ সবার নিরাপত্তার বিষয়টি বিবেচনা করেই ছক সাজানো হয়েছে। নির্বাচনের তারিখ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে পরিবেশ আরও সুন্দর ও সুষ্ঠু হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে আমাদের তৎপরতা অব্যাহত আছে।'
উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারণার সময় শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
