‘জুলাই রেবেলস’ সদস্যের ওপর হামলার ঘটনায় ২ হামলাকারী গ্রেপ্তার
'জুলাই রেবেলস' সংগঠনের সদস্য মোহাম্মদ রেজওয়ানের ওপর হামলার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. মাসুম ও মো. ফাহিম খান। ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) মুহাম্মদ তালেবুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উত্তরা পূর্ব থানা সূত্রে জানা যায়, শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর উত্তরা ৬ নম্বর সেক্টর এলাকায় কতিপয় দুর্বৃত্ত 'জুলাই রেবেলস' সংগঠনের সদস্য মোহাম্মদ রেজওয়ানের ওপর হামলা চালায়। এতে তিনি আহত হন। পরে তাকে দ্রুত নিকটস্থ একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয় এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়।
ঘটনার পর হামলাকারীদের গ্রেপ্তার ও দ্রুত আইনের আওতায় আনতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। এরই ধারাবাহিকতায় রোববার (১৪ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর দক্ষিণখান এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করে উত্তরা পূর্ব থানা পুলিশ।
মামলার সুষ্ঠু তদন্ত এবং এজাহারনামীয় অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।
