আজ প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছে নির্বাচন কমিশন
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ সৌজন্য সাক্ষাতে যাচ্ছে এএমএম নাসির উদ্দীনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন।
রোববার (৭ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ।
এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, 'আজ প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাত হবে। এতে সার্বিক বিষয় নিয়ে আলোচনা হবে। এরপর ১০ ডিসেম্বর মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে।'
এর আগে ইসি থেকে জানানো হয়েছিল, প্রথা অনুযায়ী, তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তা চূড়ান্ত করা হয়।
