মিরপুর চিড়িয়াখানার সিংহী খাঁচার বাইরে, নাশকতার শঙ্কা করছে কর্তৃপক্ষ
রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানা শুক্রবার নগরবাসীর অবকাশ যাপনের অন্যতম কেন্দ্র হয়ে ওঠে। সাধারণ দিনে যেখানে ৩-৫ হাজার দর্শনার্থী সমাগম হয়, ছুটির দিনে তা বেড়ে কয়েক গুণ হয়ে যায়। আর এই শুক্রবার (৫ ডিসেম্বর) ছুটির দিনেই চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে যায় একটি সিংহী। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় কর্তৃপক্ষ সেটিকে পুনরায় খাঁচাবন্দি করতে সক্ষম হয়।
তবে চিড়িয়াখানা কর্তৃপক্ষ বিষয়টিকে নিছক দুর্ঘটনা বা স্বাভাবিক ঘটনা হিসেবে না দেখে নাশকতার আশঙ্কা করছে। তাদের দাবি, সিংহের খাঁচায় দুটি গেইট এবং প্রতিটিতে দুটি করে লোহার দরজা তালাবদ্ধ অবস্থায় থাকার কথা। কিন্তু আজ (৫ ডিসেম্বর) গেইটের দুটি দরজার তালাই খোলা পেয়েছে কর্তৃপক্ষ। বিষয়টি খতিয়ে দেখতে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
জানা যায়, বিকাল ৪টা ৪৫ মিনিটের দিকে চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে পড়ে সিংহীটি। পরিস্থিতি বিবেচনায় দ্রুত ওই এলাকা থেকে দর্শনার্থীদের সরিয়ে দেয় কর্তৃপক্ষ। সিংহীটি একটি গাছের আড়ালে অবস্থান নেওয়ায় বারবার চেষ্টা করেও শুরুতে ট্রানকুইলাইজার গান দিয়ে সেটিকে অজ্ঞান করা সম্ভব হচ্ছিল না।
পরবর্তীতে সকল দর্শনার্থীকে বের করে দিয়ে সন্ধ্যা ৭টার দিকে ট্রানকুইলাইজার গান ব্যবহার করে ইনজেকশন পুশ করে সিংহীটিকে অচেতন করা হয়। এরপর সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে সেটিকে খাঁচায় নেওয়া হয়। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও কেউ হতাহত হয়নি।
এ বিষয়ে জাতীয় চিড়িয়াখানার পরিচালক মোহাম্মাদ রফিকুল ইসলাম তালুকদার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, সিংহের খাঁচায় যখন পুনরায় সিংহীটিকে প্রবেশ করানো হয় তখন একটি গেইটের দুটি দরজারই তালা খোলা পাওয়া যায়৷ এ ফলে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত৷ কিন্তু বিষয়টি আমাদের নজরে আসায় দ্রুত পরিস্থিতি কন্ট্রোলে আনা সম্ভব হয়৷ যখন সিংহীটি বেরিয়ে পড়ে তখন আমাদের এক গার্ড দেখে ফেলায় সবাইকে দ্রুত ওখান থেকে সরিয়ে নেন।'
তিনি আরও বলেন, 'আমরা বিষয়টি একেবারেই সাধারণ কোনো ঘটনা হিসেবে দেখছি না। এটা নাশকতামূলক কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। যদি খাঁচায় থাকা সবগুলো সিংহ বেরিয়ে পড়ত সেটা বড় আকারের দুর্ঘটনা ঘটাতে পারত। তাই আমরা কিউরেটর ডা. মো. আতিকুর রহমানকে আহবায়ক করে একটি কমিটি গঠন করেছি। যারা দ্রুত বিষয়টি তদন্ত করবে। এছাড়া ওখানে দায়িত্বে থাকা ২ জন গার্ড-এর সাথে জড়িত কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে।'
চিড়িয়াখানা সূত্রে জানা যায়, সেখানে মোট পাঁচটি সিংহ রয়েছে। যে খাঁচা থেকে সিংহীটি বের হয়েছে, কয়েক দিন আগেই সেখানে একটি পুরুষ সিংহ দেওয়া হয়।
