জোবাইদা রহমান কাল সকাল সাড়ে ৯টায় ঢাকায় পৌঁছাবেন
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।
ফাইল ছবি/সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান আগামীকাল সকাল সাড়ে ৯টায় ঢাকায় পৌঁছাবেন। ঢাকায় এসে অসুস্থ শাশুড়ি খালেদা জিয়াকে সঙ্গে নিয়ে লন্ডনে ফিরবেন তিনি।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।
তিনি সাংবাদিকদের বলেন, 'শুক্রবার সকাল সাড়ে ৯টায় জুবাইদা রহমান ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে নামবেন। তাকে আমরা রিসিভ করব। অসুস্থ শাশুড়িকে (খালেদা জিয়া) সঙ্গে নিয়ে তিনি আবার লন্ডনে ফিরবেন।'
