ঠাকুরগাঁওয়ে আদালত প্রাঙ্গণে বাউলদের ওপর হামলা, আহত ৪
ঠাকুরগাঁওয়ে আদালত প্রাঙ্গণে কয়েকজন বাউল সাধকের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৬ নভেম্বর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
হামলায় চার বাউল আহত হয়েছেন। তারা হলেন- মো. মোকলেস, আলামিন হোসেন, বাবুল বাউলা ও সানোয়ার হোসেন।
স্থানীয়রা জানান, বাউলদের ওপর হামলার প্রতিবাদ ও ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে অভিযুক্ত গ্রেপ্তার বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে বুধবার দুপুর আড়াইটার দিকে প্রতিবাদ সমাবেশ হওয়ার কথা ছিল। সমাবেশে অংশ নিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে বাউলরা আদালত প্রাঙ্গণে সমবেত হচ্ছিলেন। এ সময় একদল লোক তাদের ওপর হামলা চালায়।
কয়েকজন বাউল জেলা আইনজীবী সমিতির ভবনে আশ্রয় নিলে সেখানেও লাঠিসোটা নিয়ে হামলাকারীরা ঢোকার চেষ্টা করেন। তারা 'নারায়ে তাকবীর, আল্লাহু আকবর' স্লোগান দিতে দিতে শোডাউনও করেন।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ারে আলম খান বলেন, বাউল সাধকদের চৌরাস্তায় একটি কর্মসূচি ছিল। সেখানে আগে থেকেই পুলিশ মোতায়েন ছিল। তবে বিচ্ছিন্নভাবে কয়েকজন বাউল আদালত প্রাঙ্গণে অবস্থানকালেই এই হামলার ঘটনা ঘটে। পরে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমরা অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে খুলনায় আয়োজিত মিছিলে হামলা
আমাদের খুলনা প্রতিনিধি জানিয়েছেন, আজ বিকেলে খুলনায় বাউল আবুল সরকারের নিঃশর্ত মুক্তি ও বাউলদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলে হামলা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে নগরীর শিববাড়ি মোড়ে গণতান্ত্রিক ছাত্র জোটের ব্যানারে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। এ সময় ছাত্র জনতার ব্যানারে ওই মিছিলে হামলা করেন কয়েকজন। তারা গণতান্ত্রিক ছাত্র জোটের নেতা-কর্মীদের মারধর করে সেখান থেকে বের করে ও তাদের ব্যানার পুড়িয়ে দেন।
জানতে চাইলে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন বলেন, একই স্থানে গণতান্ত্রিক ছাত্র জোট ও ছাত্র-জনতার ব্যানারে পৃথক দুটি পক্ষ মানববন্ধন করতে এসে হাতাহাতিতে জড়িয়ে পড়েছিল। পুলিশ তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
