সিইসির সঙ্গে বৈঠক: অবাধ নির্বাচন আয়োজনে বিএনপির সহযোগিতা চেয়েছে ইসি
জাতীয় নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধিদল।
মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে নির্বাচন কমিশন ভবনে বিকেল সাড়ে ৪টায় বৈঠকটি শুরু হয়ে ৫টা ৪০ মিনিটে শেষ হয়।
বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, 'যেহেতু জাতীয় নির্বাচন সামনে, তাই সিইসির সঙ্গে নির্বাচন নিয়ে কথা হয়েছে।'
তিনি জানান, অবাধ নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন বিএনপির সহযোগিতা চেয়েছে এবং আচরণবিধি মেনে চলার অনুরোধ করেছে। তিনি বলেন, 'সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে আমরা সহযোগিতার কথা জানিয়েছি।'
গণভোট প্রসঙ্গে তিনি বলেন, 'জাতীয় নির্বাচন ও গণভোট একদিনে হবে। একটা আইন প্রয়োজন ছিল, সেই আইন হয়েছে।'
প্রবাসী ভোটার প্রসঙ্গে তিনি বলেন, 'যেসব দেশে প্রবাসী বাংলাদেশির সংখ্যা অনেক বেশি, অনেকেই বাস করেন দূরবর্তী অঞ্চলে যেখানে নিবন্ধন করা কঠিন। তাই আমরা অনুরোধ করেছি, এসব দেশে নিবন্ধনের সময়সীমা বাড়ানো হোক, যাতে সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশি ভোটার হতে পারেন।'
তিনি জানান, নির্বাচন কমিশন তাদের আশ্বস্ত করেছে যে কমিশনের সিডিউলে এক ধরনের সুযোগ আছে- মূল নিবন্ধন শেষে যারা বাদ পড়বে, তাদের জন্য অতিরিক্ত কয়েক দিন নিবন্ধনের ব্যবস্থা রাখা হবে।
এ প্রসঙ্গে তিনি বলেন, 'এটাকে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছি। আরেকটি বিষয় হলো, প্রবাসীদের অনেকেরই এনআইডি নেই। বাস্তব কারণে বেশিরভাগই এনআইডি করতে পারেননি এবং সব দেশেই নতুন এনআইডি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়নি। তাই আমরা প্রস্তাব করেছি, বাংলাদেশি পাসপোর্টকেও পরিচয়পত্র হিসেবে ধরে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার ব্যবস্থা নেওয়া হোক।'
উল্লেখ্য, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ইসমাইল জবিউল্লাহ, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ এবং নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া।
এদিকে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র একটি প্রতিনিধি দল। মঙ্গলবার বেলা ৪টা ২০ মিনিটে শুরু হয় এ বৈঠক।
প্রতিনিধি দলে ছিলেন- এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ এবং যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম।
তবে বৈঠক শেষে নির্বাচন কমিশন ভবন থেকে বেরিয়ে কোনো ব্রিফিং করেনি দলটি।
