ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ হলের আগুন নিয়ন্ত্রণে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ হলে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রচেষ্টায় সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে সন্ধ্যা ৬টার দিকে হলের যমুনা ভবনের পেছনের দোকানে রান্নার সময় গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগে। তবে কেউ আহত হয়নি। কিছু খাবার ও জিনিসপত্র পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক গণমাধ্যমকে জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ হলে আজ সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে আগুন লাগার সংবাদ পাই। সঙ্গে সঙ্গে আমাদের চারটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়।
