শাহজাহান চৌধুরীর বক্তব্য তার নিজের, প্রশাসনের দায়িত্ব পালনে হস্তক্ষেপের কিছু নেই: জামায়াত
'নির্বাচনে জয়লাভ করতে হলে প্রশাসনকে আমাদের আন্ডারে আনতে হবে' উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী যে বক্তব্য দিয়েছেন, সেটি একান্তই তার বক্তব্য বলে জানিয়েছে দলটি।
আজ রোববার জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা এক বিবৃতিতে এ কথা জানায় সংগঠনটি।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং চট্টগ্রাম অঞ্চল পরিচালক মাওলানা মুহাম্মাদ শাহজাহানের বরাত দিয়ে বিবৃতিতে বলা হয়, 'বক্তব্যটি আমরা দেখেছি। এটা একান্তই উনার বক্তব্য। এটার ব্যাখ্যা উনি ভালো দিতে পারবেন। তার এই বক্তব্য জামায়াত সমর্থন করে না। আমরা তাৎক্ষণিকভাবে তার দৃষ্টি আকর্ষণ করেছি। এ ঘটনায় আমরা অভ্যন্তরীণভাবেও আমাদের মতো ব্যবস্থা নিচ্ছি।'
আরও বলা হয়, 'আমরা মনে করি, প্রশাসন পূর্ণ পেশাদারিত্বের সঙ্গে তাদের দায়িত্ব পালন করবে। এখানে আমাদের হস্তক্ষেপের কিছু নেই। অতীতে প্রশাসনের যারা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেননি, তারা দেশের ক্ষতি করেছেন।'
উল্লেখ্য, গতকাল শনিবার চট্টগ্রাম অঞ্চলের নির্বাচনী দায়িত্বশীল সম্মেলনে চট্টগ্রামের সাতকানিয়া আসনে জামায়াত মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী বলেন, 'নির্বাচনে জয়লাভ করতে হলে প্রশাসনকে, প্রশাসনের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। পুলিশকে, ওসিকে আমাদের পেছনে ছুটে আসতে হবে।'
প্রসঙ্গক্রমে তিনি আরও বলেন, 'নির্বাচন শুধু জনগণ দিয়ে হয় না। প্রশাসনকে আমাদের কথায় উঠতে, বসতে হবে, মামলা দায়ের করবে, গ্রেপ্তার করবে।'
দলের প্রার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, 'ওসি সাহেব সকালে আপনার প্রোগ্রাম জেনে নেবেন এবং প্রটোকল দেবেন।'
'পার্শ্ববর্তী হিন্দুস্তান থেকে দুর্নীতির বস্তা বস্তা টাকা আর অস্ত্র আমাদের দেশে ঢুকবে' বলেও মন্তব্য করেন এই জামায়াত নেতা।
তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়। এই বক্তব্যের জন্য জামায়াতের এই নেতাকে গ্রেপ্তারের দাবিও জানিয়েছে বিএনপি।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তবে শাহজাহান চৌধুরীর এই বক্তব্যের সময় মঞ্চে উপস্থিত ছিলেন না তিনি।
