ভোট চুরির চেষ্টা হলে ‘বুলেট হয়ে’ গর্জন করবেন, ‘দুষ্টু হাত’ অবশ করে দেবেন: জামায়াত আমির
আগামী জাতীয় নির্বাচনে ভোট কারচুপি বা ভোট কেড়ে নেওয়ার চেষ্টা হলে 'বুলেট হয়ে' গর্জন করার এবং কারচুপিকারীদের 'দুষ্ট হাত' অবশ করে দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
শনিবার (২২ নভেম্বর) ঝালকাঠির নেছারাবাদ মাদ্রাসা ময়দানে বাংলাদেশ হিযবুল্লাহ জমিয়াতুল মুছলিহীনের জাতীয় প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।
আগামী নির্বাচন নিয়ে নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়ে জামায়াত আমির বলেন, 'এই নির্বাচনে অতীতের মতো কোনো ইঞ্জিনিয়ারিং, কোনো মেকানিজম অথবা ভোট কেড়ে নেওয়ার কোনো পাঁয়তারা চালানো হলে, আমি আপনাদেরকে বলবো আপনারা বুলেট হয়ে গর্জন করবেন। ওই দুষ্টু হাত আপনারা অবশ করে দেবেন।'
তিনি আরও বলেন, 'শুধু ভোট দিবেন না, ভোটের পাহারাদারিও করবেন। আপনার ভোটে আপনার প্রতিনিধি নির্বাচিত হবে, সেটি নিশ্চিত না হওয়া পর্যন্ত আপনারা বিশ্রাম নেবেন না।'
বিএনপির এক নেতার বক্তব্যের প্রসঙ্গ টেনে ডা. শফিকুর রহমান বলেন, 'বিএনপির সম্মানিত নেতা বলেছেন—বাংলাদেশের স্বাধীনতার পর কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি। বর্তমানে জাতি একটি সুষ্ঠু নির্বাচনের পিপাসা নিয়ে অপেক্ষা করছে।'
তিনি বলেন, আগামী নির্বাচনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের নতুন ইতিহাস রচিত হবে।
বক্তব্যে দেশপ্রেম ও স্রষ্টার প্রতি ভালোবাসার যোগসূত্র তুলে ধরেন জামায়াত আমির। তিনি বলেন, 'যারা দেশকে ভালোবাসেন, তারা স্রষ্টাকেও ভালোবাসেন। যারা স্রষ্টাকে ভালোবাসতে পারে না, তাদের পক্ষে দেশকেও ভালোবাসা সম্ভব নয়।'
তিনি স্পষ্ট করেন যে, তাদের এই লড়াই সব ধরনের জুলুম, ফ্যাসিবাদ, দুর্নীতি এবং জাতিকে বিভক্ত করার অপচেষ্টার বিরুদ্ধে। তিনি বলেন, 'কারো লাল চোখ আমরা পরোয়া করবো না। আমরা পরোয়া করবো শুধু পরওয়ারদিগারকে।'
নির্বাচনে সাধারণ ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, 'আমাদের সকল ভাই, মা এবং বোনেরা যেন ভোটের সেন্টারে যান। ধৈর্য ধরে ভোট যেন তারা দিয়ে আসেন। কোনো বিশৃঙ্খলা হলে সফলভাবে যেন মোকাবেলা করেন।'
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, 'জানিয়ে দেন যে, ওই বাংলাদেশ শেষ, আজ থেকে নতুন বাংলাদেশ।'
