তফসিলকে স্বাগত জানিয়ে ইসির প্রতি ৩ দাবি জামায়াতের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে নির্বাচনকে সুষ্ঠু ও অর্থবহ করতে নির্বাচন কমিশনের (ইসি) কাছে সব দলের জন্য 'লেভেল প্লেয়িং ফিল্ড' নিশ্চিত করাসহ সুনির্দিষ্ট তিনটি দাবি জানিয়েছে দলটি।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে দলের এই অবস্থান তুলে ধরেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।
অতীতের নির্বাচনগুলোর তিক্ত অভিজ্ঞতার পুনরাবৃত্তি রোধে এবং সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে জামায়াতের পক্ষ থেকে ইসির প্রতি তিনটি প্রধান দাবি জানানো হয়: ১. সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ বা 'লেভেল প্লেয়িং ফিল্ড' নিশ্চিত করা। ২. জরুরি ভিত্তিতে দেশের সব অবৈধ অস্ত্র উদ্ধার করা। ৩. সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং প্রশাসনিক নিরপেক্ষতা বজায় রাখা।
জামায়াত নেতা সতর্ক করে বলেন, '২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের কথিত নির্বাচনের মাধ্যমে দেশের রাজনীতি ও ব্যবস্থাপনাকে ধ্বংস করা হয়েছে। আগামী নির্বাচনে এমন কোনো দুর্বলতা বা ত্রুটি-বিচ্যুতি আমরা দেখতে চাই না।'
আগামী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণাকে স্বাগত জানিয়ে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, 'জাতি দীর্ঘ সময় ধরে এই তফসিলের অপেক্ষায় ছিল। জনমনে যে অনিশ্চয়তা ও সংশয় কাজ করছিল, আজকের ঘোষণার মাধ্যমে তার অবসান হলো। আমরা আশা করি, ইসি সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দেবে।'
নির্বাচনী কৌশলের বিষয়ে তিনি জানান, তারা ৮ দলীয় জোটের সঙ্গে আছেন। আসন ভাগাভাগি প্রসঙ্গে তিনি বলেন, 'আমাদের লক্ষ্য সর্বোচ্চ সংখ্যক আসনে জয়ী হওয়া। বিজয়ী হওয়ার সম্ভাবনা বিবেচনায় আমরা প্রার্থী দেব। আগামী সপ্তাহের মধ্যেই প্রার্থী ও জোটের বিষয়ে বিস্তারিত জানানো হবে।'
সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিনসহ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।
