‘লন্ডন ডিলের’ মধ্যেই নির্বাচনের ঘোষণা, ইসির সামর্থ্য নিয়ে সন্দেহ: নাসীরুদ্দীন পাটোয়ারী
বর্তমান সরকারের বিচার, সংস্কার ও নির্বাচনের এজেন্ডাকে স্বাগত জানালেও নির্বাচন কমিশনের (ইসি) সামর্থ্য ও দলীয় নিয়ন্ত্রণমুক্ত থাকা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটোয়ারী মন্তব্য করেছেন, একটি 'লন্ডন ডিলের' মধ্যেই এই নির্বাচনের ঘোষণা এসেছে। সব রাজনৈতিক দলের সঙ্গে বসে নির্বাচনের তারিখ ঠিক করলে আরও ভালো হতো বলে তিনি মনে করেন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
নির্বাচনের তফসিল ঘোষণা করায় সরকারকে ধন্যবাদ জানিয়ে নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, 'বর্তমান সরকারের তিন এজেন্ডা বিচার, সংস্কার ও নির্বাচন। ইতোমধ্যে শেখ হাসিনার রায় হয়েছে। সংস্কারের বিষয়ে দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছে। তবে বর্তমান নির্বাচন কমিশনের সদিচ্ছা থাকলেও তাদের সামর্থ্য নিয়ে আমাদের সন্দেহ আছে। দলীয় নিয়ন্ত্রণের বিষয়েও আমরা সন্দিহান। লটারির বিষয়েও জনসম্মুখে স্বচ্ছ কিছু করা হয়নি।'
আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে তিনি বলেন, 'মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর যথেষ্ট সক্ষমতা আমরা দেখছি না। আমরা শুরু থেকেই নির্বাচন কমিশন পুনর্গঠন করার কথা বলেছিলাম কিন্তু সেটিও করা হয়নি।'
তফসিল ঘোষণার টাইমিং নিয়ে মন্তব্য করতে গিয়ে এনসিপির এই শীর্ষ নেতা বলেন, 'লন্ডন ডিলের মধ্যে এই নির্বাচনের ঘোষণা এসেছে। সবাই একসাথে বসে আলোচনা করে নির্বাচনের তারিখ ঠিক করলে ভালো হতো। তবুও বলব, এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে নতুন যুগের সূচনা হবে এবং সব আশঙ্কা দূর হবে। প্রধান উপদেষ্টা যেমন বলেছেন, এই নির্বাচন ১০০ বছরের জন্য হবে, আমরাও তেমনটি আশা করি।'
নির্বাচনী আচরণবিধি মেনে চলার প্রতিশ্রুতি দিয়ে নাসীরুদ্দীন বলেন, 'আমরা খরচের সীমার মধ্যেই থাকব। তবে অনলাইনে আমাদের নারী প্রার্থীদের হ্যারাসমেন্ট করা হচ্ছে। নির্বাচন কমিশনকে মনিটরিং সেল গঠনের কথা বলা হলেও এ বিষয়ে কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।'
তিনি আহ্বান জানান, জনগণের ভোটকেন্দ্র যেন কোনো দুর্নীতিবাজ, চাঁদাবাজ বা ঋণখেলাপিদের দখলে না যায়।
অন্তর্বর্তী সরকারের দুইজন ছাত্র উপদেষ্টার এনসিপিতে যোগদানের গুঞ্জন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আমাদের সকল সহযোদ্ধাকে আমরা এনসিপিতে চাই কিন্তু তাদেরও ব্যক্তিস্বাধীনতা আছে, তারা যেকোনো দলে যেতে পারেন।'
