একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে সরকারের নির্দেশ পেল ইসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে (ইসি) আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে সরকার। শনিবার বিকেলে এক অনুষ্ঠানে ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
ইসি সচিব জানান, মন্ত্রিপরিষদ বিভাগের দেওয়া ওই চিঠিতে সংসদ নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে এবং সে অনুযায়ী প্রস্তুতি নিতে বলা হয়েছে।
শনিবার বিকেলে অপর এক অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন জানান, সংসদ নির্বাচনের সব প্রস্তুতি ইতোমধ্যে পুরোদমে চলছে। তবে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজন ইসির জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
এ বিষয়ে সিইসি বলেন, 'গণভোটের আইন প্রণয়ন শেষ না হলে কী ধরণের প্রস্তুতি প্রয়োজন, তা স্পষ্টভাবে বলা সম্ভব নয়। আইন হলেই গণভোটের জন্য আমরা পূর্ণ প্রস্তুতি নিতে পারব।'
যেকোনো পরিস্থিতি মোকাবিলায় কমিশন প্রস্তুত জানিয়ে সিইসি নাসির উদ্দীন বলেন, 'যত চ্যালেঞ্জই আসুক না কেন, ইসি একদিনেই জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজন করবে। সামনে এগিয়ে যাওয়া ছাড়া আমাদের আর কোনো পথ নেই। গণভোট আয়োজনের চিঠি আমরা পেয়েছি। এখন আইন হলে বলতে পারব কীভাবে গণভোট অনুষ্ঠিত হবে।'
তিনি আরও জানান, সংসদ নির্বাচন ও গণভোটের জন্য আলাদা ব্যালট পেপারসহ প্রয়োজনীয় সব প্রস্তুতির কাজ ইসি হাতে নিয়েছে।
এর আগে গত ১৩ নভেম্বর প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছিলেন যে, একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।
এদিকে আইন উপদেষ্টা জানিয়েছেন, আগামী দু-তিন দিনের মধ্যেই গণভোট সংক্রান্ত অধ্যাদেশ প্রণয়নের কাজ সম্পন্ন হবে।
