ভূমিকম্পে হতাহতের ঘটনায় শোক প্রকাশ, ক্ষতিগ্রস্তদের সহায়তার আহ্বান এনসিপির
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শুক্রবার (২১ নভেম্বর) সকালে অনুভূত শক্তিশালী ভূমিকম্পে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি সরকারকে মৃতদের পরিবারকে সহায়তা এবং আহতদের পর্যাপ্ত চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।
শুক্রবার এনসিপির কেন্দ্রীয় দপ্তরের সদস্য ইফতেখারুল ইসলামের স্বাক্ষরিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
প্রসঙ্গত, শুক্রবারের ভূমিকম্পে ঢাকা ও নরসিংদীতে দুই শিশুসহ কমপক্ষে ৯ জন নিহত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, গাজীপুরের কারখানা শ্রমিকসহ তিনশ'র বেশি মানুষ আহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে।
এনসিপির বিবৃতিতে বলা হয়, 'অপরিকল্পিত নগরায়ণ ও অযত্নে গড়ে ওঠা অবকাঠামোর কারণে ভূমিকম্পের মতো দুর্যোগে মানুষের জীবন বিপন্ন হচ্ছে। দুর্ভাগ্যজনক হলেও সত্য, এমন ঘটনার আগে থেকে সরকার বা সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যকরী তৎপরতা দেখা যায় না।'
বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলা হয়, 'আহতদের যথাযথ চিকিৎসা, দীর্ঘমেয়াদি নিরাপত্তা ব্যবস্থা প্রণয়ন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা এবং ঝুঁকিপূর্ণ ভবনগুলোর দ্রুত সুরক্ষামূলক যাচাই-বাছাই করে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হচ্ছে।'
