রোকেয়া কাফের-মুরতাদ হয়ে যায়, কিন্তু সরকারের কোনো বক্তব্য শুনিনি: রাশেদা কে চৌধুরী
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বেগম রোকেয়াকে নিয়ে সম্প্রতি এক বক্তব্যের জবাবে বলেন, 'রাষ্ট্রীয় কর্মসূচিতে স্লোগান-আমিই রোকেয়া। অথচ সেই আমি মুরতাদ, কাফের হয়ে যাই, কিন্তু সরকারের পক্ষ থেকে বক্তব্য শুনিনি।'
তিনি বলেন, 'তাহলে আমি যে ভোট দিতে যাবে, আমি যে ট্যাক্স দেবো; আমার নিরাপত্তা কে নিশ্চিত করবে? কারণ আমি তো মুরতাদ, আমি তো কাফের। রাস্তাঘাটে চলাফেরা করলে আমার নিরাপত্তা কে দেবে?'
সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর সিরডাপ মিলনালয়তনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 'ইমিডিয়েট সোশিও-ইকোনমিক প্রায়োরিটিজ ফেসিং নেক্সট গভর্নমেন্ট'- শীর্ষক ওই সেমিনারের আয়োজন করে রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র্যাপিড)- এই সেমিনারের আয়োজন করে।
সেমিনারে অর্থনীতিবিদ, ব্যবসায়ী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা বক্তব্য দেন।
প্রসঙ্গত, গত ৯ ডিসেম্বর নারী জাগরণ ও নারী অধিকার আন্দোলনের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনকে 'মুরতাদ কাফির' আখ্যা দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক।
