চট্টগ্রামে এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে নিচে পড়ল গাড়ি, পথচারীসহ আহত ৫
আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ছবি: টিবিএস
চট্টগ্রামের বন্দর এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে একটি প্রাইভেটকার ছিটকে নিচে পরে সাইকেল আরোহীসহ পাঁচজন আহত হয়েছেন। সাইকেল আরোহীর অবস্থা গুরুতর।
আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বন্দর থানার সহকারী কমিশনার মাহমুদুল হাসান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বিষয়টি নিশ্চিত করে বলেন, 'হেরিয়ার প্রাইভেট কারটি উল্টে নিচে পড়ে যায়। গাড়িতে থাকা ৪ জন এবং নিচের সাইকেল আরোহী আহত হয়েছেন।'
আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান তিনি।
