সংসদ ভবন এলাকায় ছিনতাইয়ের কবলে বিচারক, খোয়ালেন মোবাইল-চশমা
রাজধানীর সংসদ ভবন এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়েছেন এক বিচারক। তার কাছ থেকে থাকা মোবাইল ফোনের পাশাপাশি চশমাও ছিনিয়ে নেওয়া হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেন।
বুধবার (১৯ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে শেরেবাংলা নগর থানার সংসদ ভবন এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী অরুনাভ চক্রবর্তী একজন সিনিয়র জেলা ও দায়রা জজ।
ডিজি ইবনে মিজান বলেন, 'সংসদ ভবন এলাকা থেকে বিচারকের রিয়েলমি ব্র্যান্ডের একটি মোবাইল ফোন ও চশমা ছিনিয়ে নিয়েছে। তিনি থানায় অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের আটকে অভিযান চলমান রয়েছে।'
পুলিশ সূত্রে জানা যায়, বিচারক অরুনাভ চক্রবর্তী রাতে হেঁটে সংসদ ভবন এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় তিন ছিনতাইকারী তার পথরোধ করে হুমকি-ধমকি দিয়ে মোবাইল ফোনটি নিয়ে যায়। এমনকি তার চোখের চশমাটিও ছিনিয়ে নেয়।
