হাসিনা-কামালের রায়: বিচারকদের নিয়ে অবমাননাকর ছবি-পোস্ট সরানোর নির্দেশ ট্রাইব্যুনালের
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিচার প্রক্রিয়া ও রায়কে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিচারকদের নিয়ে ছড়িয়ে পড়া সব ধরনের অবমাননাকর ছবি ও মন্তব্য অপসারণের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রোববার (২৩ নভেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ স্বপ্রণোদিত হয়ে (সুয়োমোটো) এ আদেশ দেন।
সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনসহ (বিটিআরসি) সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আদালতের এই আদেশ অবিলম্বে বাস্তবায়ন করতে বলা হয়েছে।
আদেশে আদালত উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন মাধ্যমে ট্রাইব্যুনালের বিচারক, বিচারকাজ এবং রায় নিয়ে নানা ধরনের মন্তব্য তাদের নজরে এসেছে। এরই পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশনা দিলেন।
ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন—বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
