সাতক্ষীরা-২-এ 'বহিষ্কৃত' আব্দুর রউফকে বিএনপির মনোনয়ন: ক্ষুব্ধ নেতাকর্মীদের মহাসড়ক অবরোধ
বিএনপি মনোনয়ন ঘিরে সাতক্ষীরায় সাতক্ষীরা-খুলনা মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করেছে নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা-২ আসনে বিএনপি নেতা আব্দুল আলীমের মনোনয়ন দাবিতে বিক্ষোভ মিছিল করে আমতলা মোড়ে সড়ক অবরোধ করে তারা। এতে বন্ধ হয়ে যায় সড়কের দুপাশের যানচলাচল।
সড়ক অবরোধকারীদের দাবি, আসনটিতে বিএনপির বহিষ্কৃত নেতা আব্দুর রউফকে মনোনয়ন দেওয়া হয়েছে।
আন্দোলনকারীরা বলেন, 'এই সিদ্ধান্ত আমরা মানি না। ত্যাগী নেতা, চব্বিশের আন্দোলনের আগে রাজপথে থাকা নেতা আব্দুল আলীমকে বিএনপির প্রার্থী দেখতে চাই আমরা।' এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেন তারা ও দাবি পূরণ না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন।
অবরোধকারীরা বলছেন, বিএনপি থেকে মনোনয়ন পাওয়া আব্দুর রউফ দল থেকে বহিষ্কৃত। বহিষ্কার আদেশ বহাল থাকা অবস্থায় তিনি কীভাবে মনোনয়ন পেল সেই প্রশ্ন তোলেন বিএনপির এসব নেতাকর্মীরা।
উল্লেখ্য, সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা উপজেলা) আসনে বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়েছে আব্দুর রউফকে। তিনি জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ছিলেন। তবে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছিল।
এদিকে, আব্দুল আলীম জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বর্তমানে লাবসা ইউনিয়ন পরিষদের টানা সাতবার নির্বাচিত চেয়ারম্যান।
