ঢাকা–১০ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন
ঢাকা–১০ আসনে বিএনপির ঘোষিত মনোনয়ন পরিবর্তন করে দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীমকে এই আসনের প্রার্থী হিসেবে ঘোষণার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) স্থানীয় বিএনপি ও সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিটি রাজধানীর সিটি কলেজ সংলগ্ন হ্যাপি আর্কেড মার্কেটের সামনে থেকে শুরু হয়ে সোবহানবাগ গিয়ে শেষ হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, 'ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম একজন সজ্জন, পরিচ্ছন্ন ও ক্লিন ইমেজের রাজনীতিক। এ এলাকার মানুষ একজন গ্রহণযোগ্য ও পরিচ্ছন্ন প্রার্থী হিসেবে ব্যারিস্টার অসীমকেই দেখতে চায়।'
এ সময় বক্তারা আশা প্রকাশ করেন, দলের হাই কমান্ড স্থানীয় জনগণের দাবির প্রতি সম্মান দেখিয়ে ঢাকা–১০ আসনের মনোনয়ন বিষয়ে পুনর্বিবেচনা করবেন।
কর্মসূচিতে ঢাকা–১০ আসনের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।
