স্বৈরতন্ত্র প্রতিরোধে এ রায় মাইলফলক হয়ে থাকবে: ইসলামী আন্দোলন
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও তার প্রধান সহযোগী আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে ঘোষিত রায়কে 'স্বৈরতন্ত্র রোধে দেশের রাজনৈতিক ইতিহাসে মাইলফলক' বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুস আহমদ।
সোমবার (১৭ নভেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি বলেন, 'এই রায়ে মজলুম জনতার প্রত্যাশা পূরণ হয়েছে এবং রাষ্ট্রীয় দমন-পীড়নের বিরুদ্ধে ন্যায়বিচারের দৃষ্টান্ত প্রতিষ্ঠিত হলো।'
তিনি বলেন, 'ফ্যাসিবাদী শক্তি দেশে একটি বিস্তৃত অপরাধচক্র প্রতিষ্ঠা করেছিল। এই রায় সেই চক্রের বিরুদ্ধে বিচার প্রক্রিয়ার সূচনা মাত্র।'
পর্যায়ক্রমে সব দায়ীদের শাস্তির আওতায় আনতে হবে বলে মন্তব্য করেন তিনি।
ইউনুস আহমদ বলেন, 'আইন তার নিজস্ব গতিতেই চলবে, এটাই আমাদের প্রত্যাশা। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে রায় বাস্তবায়ন এখন সরকারের দায়িত্ব।'
তিনি আরও বলেন, 'রায় ঘোষণার দিনটি দেশবাসীর জন্য আনন্দের দিন।'
তবে কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত না হয় এ আহ্বান জানান তিনি।
