এই রায় প্রমাণ করেছে অপরাধী যত বড় হোক, কেউ আইনের ঊর্ধ্বে নয়; হাসিনার মৃত্যুদণ্ড প্রসঙ্গে তাজুল ইসলাম
শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় এই রায় প্রমাণ করেছে অপরাধী যত বড় হোক, কেউ আইনের ঊর্ধ্বে নয় বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
আজ (১৭ নভেম্বর) তিনি বলেন, 'এই রায় প্রমাণ করেছে অপরাধী যত বড় হোক, যত ক্ষমতাশালী হোক, সে আইনের ঊর্ধ্বে নয়।'
এসময় চিফ প্রসিকিউটর বলেন, মানবতাবিরোধী অপরাধ সংঘটনের দায়ে দোষী সাব্যস্ত করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণদণ্ড দেওয়া রায়টি 'অতীতের কোনো প্রতিশোধ নয়'।
এই ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের রায়ের ভিত্তিতেই আওয়ামী লীগের আমলে জামায়াতে ইসলামীর পাঁচ শীর্ষ নেতা এবং বিএনপির একজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল।
সে প্রসঙ্গে ইঙ্গিত করে তাজুল বলেন, 'আমরা মনে করি এই রায় কোনো ধরনের অতীতের কোনো প্রতিশোধ নয়। এটি হচ্ছে জাতির প্রতিজ্ঞা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য। এটা হচ্ছে জাতির কোয়েস্ট ফর জাস্টিস।'
তিনি আরও বলেন, 'বাংলাদেশ এমন একটি রাষ্ট্র যেখানে যত বড় অপরাধীই হোক, তার অপরাধের জন্য তাকে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে এবং তার প্রাপ্য শাস্তি পেতে হবে।'
