আ.লীগের ‘শাটডাউন’: আমিনবাজারে পুলিশের চেকপোস্ট, স্বাভাবিকের তুলনায় যান চলাচল কম
মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির রায় ঘোষণাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা 'কমপ্লিট শাটডাউন' কর্মসূচি ঘিরে নাশকতা এড়াতে ঢাকার প্রবেশমুখ আমিনবাজার, আশুলিয়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে ঢাকা জেলা পুলিশ।
সকালে আমিনবাজার এলাকা ঘুরে দেখা যায়, ঢাকা–আরিচা মহাসড়কের ঢাকামুখী লেনে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেল ও গণপরিবহন থামিয়ে যাত্রীদের ব্যাগপত্র তল্লাশি করছে পুলিশ। অনেককে তাদের গন্তব্য ও কোথা থেকে এসেছেন—এসব বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তবে এখন পর্যন্ত কোনো সন্দেহভাজনকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।
চেকপোস্টে দায়িত্বে থাকা সাভার মডেল থানার আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফয়সাল আলম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "গতকাল থেকেই চেকপোস্ট কার্যক্রম চালু রয়েছে। কেউ যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি।"
এদিকে সাভারের বিভিন্ন পয়েন্টে স্বাভাবিক দিনের তুলনায় আজ গণপরিবহন ও অন্যান্য যানবাহনের সংখ্যা তুলনামূলক কম দেখা গেছে। গণপরিবহন কম থাকায় অফিসমুখী যাত্রীদের কেউ কেউ ভোগান্তিতে পড়েছেন।
সাভারের পাকিজা এলাকায় গণপরিবহনের জন্য অপেক্ষা করছিলেন সেলিম আহমেদ। তিনি টিবিএসকে বলেন, "গণপরিবহন আজ বেশ কম। মিরপুরে যাব, কিন্তু অনেকক্ষণ ধরে অপেক্ষা করেও বাস পাচ্ছি না।"
পরিবহন স্টাফরা জানিয়েছেন, সড়কে যানবাহন কম থাকার পাশাপাশি যাত্রীর চাপও স্বাভাবিকের তুলনায় কম।
পাকিজা মোড়ে যাত্রীর অপেক্ষায় থাকা রাইডশেয়ার মোটরসাইকেল চালক মো. হাসান আমীন টিবিএসকে বলেন, "সকাল ৭টায় বের হয়েছি, এখন ১০টা বাজে—এখনো কোনো যাত্রী পাইনি।"
আরেক পাঠাও চালক শরীফ হোসেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে মানুষের মধ্যে আতঙ্ক আছে। তাই যাত্রীও কম। সকাল থেকে এখনো কোনো রাইড পাইনি।"
