দাবি পূরণের আশ্বাসে বিচারকদের কলম বিরতি কর্মসূচি প্রত্যাহার
সব আদালত, বিচারকের বাসস্থান ও যাতায়াতের সময় অবিলম্বে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী নিযুক্তসহ দুই দাবি পূরণের আশ্বাসে কলম বিরতি পালনের কর্মসূচি প্রত্যাহার করেছে বিচারকদের সংগঠন বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন।
শনিবার (১৫ নভেম্বর) রাতে মিটিং শেষে এই কর্মসূচি প্রত্যাহার করা হয়। তবে রাজশাহীতে বিচারকের ছেলে হত্যাকাণ্ডের ঘটনায় আজ রোববার সারা দেশে বিচারকদের কালো ব্যাজ ধারণ ও সংগঠনের পক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আমিরুল ইসলাম জানান, 'আমাদের যৌক্তিক দাবির বিষয়ে আইন উপদেষ্টার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। তিনি দাবি পূরণের আশ্বাস দিয়েছেন। আলোচনা সাপেক্ষে ঘোষিত কলম বিরতি কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি আগামীকাল সারাদেশে বিচারকদের কালোব্যাজ ধারণ ও রাজশাহীর ঘটনায় সকল আদালতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।'
এর আগে গত শুক্রবার সারা দেশের বিচারকেরা একযোগে কলম বিরতি পালনের কর্মসূচি ঘোষণা করেন। এক বিবৃতিতে তারা বলেন, দেশের প্রতিটি আদালত, বিচারকের বাসস্থান ও যাতায়াতের সময় অবিলম্বে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী নিযুক্ত করতে হবে।
