মানিকগঞ্জে স্কুলবাসে দুর্বৃত্তদের আগুন, চালক গুরুতর দগ্ধ
মানিকগঞ্জের শিবালয়ে থেমে থাকা একটি স্কুলবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বাসের ভেতর ঘুমিয়ে থাকা চালক পারভেজ খান (৫৫) এ ঘটনায় গুরুতর দগ্ধ হন।
শুক্রবার (১৪ নভেম্বর) ভোরে উপজেলার ফলসাটিয়া এলাকায় এই ঘটনা ঘটে।
দগ্ধ পারভেজ খানের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার বাড়াইভিকরা গ্রামে।
জানা যায়, দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দিলে মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং ভেতরে থাকা চালক মারাত্মকভাবে দগ্ধ হন। খবর পেয়ে শিবালয় থানা পুলিশ গিয়ে চালককে উদ্ধার করে
শিবালয় থানার উপ-পরিদর্শক সুমন চক্রবর্তী জানান, শিবালয় উপজেলার ফলসাটিয়া এলাকায় ভোররাত ৩টার দিকে ঘটনাটি ঘটে।
তিনি জানান, দি হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের মালিকানাধীন এবং শিক্ষার্থী পরিবহনে ব্যবহৃত বাসটি ঘটনাস্থলে ঢাকা–আরিচা মহাসড়কের পাশে পার্ক করে রাখা ছিল।
তিনি আরও জানান, পারভেজকে প্রথমে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ বলেন, 'এটি নাশকতা কি না তা খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।'
