জোবায়েদ হত্যা মামলায় জামিন মেলেনি বর্ষার
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসেন হত্যা মামলায় অভিযুক্ত তার ছাত্রী বার্জিস শাবনাম বর্ষার জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (৪ নভেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালত এ আদেশ দেন।
এদিন আদালতে বর্ষার পক্ষে জামিন আবেদন করেন তার আইনজীবী মাহমুদুল হাসান শহীদ। শুনানিতে তিনি বলেন, "আসামি ঘটনার সঙ্গে জড়িত নয়। পুলিশ অহেতুক হয়রানি করার জন্য গত ২১ অক্টোবর তাকে গ্রেপ্তার করে। এজাহারে তার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই। আসামি একজন কোমলমতি শিক্ষার্থী এবং কিশোরী। যে কোনো শর্তে তার জামিন প্রার্থনা করছি।"
রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা চৌধুরী সুমন জামিনের বিরোধিতা করে বলেন, "এই আসামি হত্যা মামলায় নিজের দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। তাকে জামিন দেওয়ার কোনো কারণ নেই। জামিন পেলে তিনি পলাতক হতে পারেন। আমরা তার জামিনের ঘোর বিরোধিতা করছি।"
উভয়পক্ষের শুনানি শেষে আদালত বর্ষার জামিনের আবেদন নাকচ করে দেন।
উল্লেখ্য, গত ১৯ অক্টোবর পুরান ঢাকার বংশাল থানার নুর বক্স লেন এলাকায় টিউশনি করাতে গিয়ে খুন হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসেন। এই ঘটনায় ২১ অক্টোবর জোবায়েদের ভাই এনায়েত হোসেন সৈকত বাদী হয়ে বর্ষা, তার প্রেমিক মাহির রহমান ও ফারদীন আহম্মেদ আয়লানকে আসামি করে বংশাল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে আসামিরা আদালতে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জবানবন্দি দেন।
