পুলিশ কর্মকর্তাদের বদলি নিয়ে বিএনপি–জামায়াত নেতাদের ফোন পেয়েছিলাম: আসিফ নজরুল
দুই পুলিশ কর্মকর্তার বদলি নিয়ে বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতাদের কাছ থেকে ফোন পেয়েছিলেন বলে দাবি করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
তিনি বলেন, 'গত ছয় মাসে দুই পুলিশ কর্মকর্তার বদলির ঘটনায় জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া প্রধান দুটি দলের শীর্ষ নেতারা তার সঙ্গে ফোনে কথা বলেন এবং অসন্তোষ প্রকাশ করেন।'
আসিফ নজরুল বলেন, 'এক দল বলেছে, ওনাকে সরাতে। আরেক দল বলেছে, ওনাকে সরালেন কেন। বিএনপি–জামায়াতকে "আমার লোক, তোমার লোক" সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে।'
শনিবার (১ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে 'বাংলাদেশ পুলিশের সংস্কার: চ্যালেঞ্জ ও করণীয়' শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন আসিফ নজরুল।
ছোট দল ও উদীয়মান দলগুলো এই ব্যাধি থেকে মুক্ত নয় উল্লেখ করে তিনি আরও বলেন, 'তারা বড় হলেও এই ব্যাধি তাদের গ্রাস করবে; এই আশঙ্কা আমার মধ্যে আছে।'
তিনি বলেন, 'আমার লোক, তোমার লোক—ডেফিনেটলি এটা আওয়ামী লীগ আমলে ভয়াবহ অবস্থায় গিয়েছে। বাংলাদেশে যত খারাপ কাজ, শয়তানি কাজ, সেটা প্রথম আওয়ামী লীগ আমলে শুরু হয়েছে; ১৯৭৩ সালের আওয়ামী লীগের আমলে। সমস্ত খারাপ কাজ; গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, হেফাজতে নির্যাতন, হেফাজতে মৃত্যু, ভুয়া নির্বাচন, দলীয়করণ, সবকিছু শুরু করেছে আওয়ামী লীগ, বাকিরা শুধু কন্টিনিউ করেছে।'
'আমার লোক, তোমার লোক' সংস্কৃতি নাগরিক সমাজের মধ্যেও রয়েছে বলে মন্তব্য করেন তিনি। উদাহরণ হিসেবে তিনি বলেন, 'আওয়ামী লীগ আমলে সংগ্রামের সম্পাদক আবুল আসাদ আটক হওয়ার পরও কোনো প্রতিবাদ হয়নি।'
তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় বাহিনী পুলিশকে একটি 'নির্মম, অত্যাচারী, পাশবিক, দানবীয় বাহিনী'তে পরিণত করেছিলেন বলেও মন্তব্য করেন আসিফ নজরুল।
