জুলাই সনদ কেবল কিছু উপদেষ্টার সুবিধার জন্য: বিএনপি নেতা হাফিজ
জুলাই সনদ কেবল কিছু উপদেষ্টার সুবিধার জন্য বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।
তিনি বলেন, 'জুলাই সনদ নিয়ে অনেক কথা হচ্ছে। আমি একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসেবে মনে করি, দেশের জনগণের এর কোনো প্রয়োজন নেই। এটি কেবল কিছু ব্যক্তি ও কিছু উপদেষ্টা প্রয়োজনে যারা ভবিষ্যতে রাজনৈতিক সুবিধা নিতে চান।'
শনিবার (১ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত 'স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অপরিহার্য'- শীর্ষক মুক্তিযোদ্ধা সমাবেশে এসব কথা বলেন তিনি।
এসময় হাফিজ বলেন, 'আওয়ামী লীগ সরকার গত ১৭ বছর ধরে লুটপাট করেছে, অবশেষে দেশ ছেড়ে পালিয়েছে। এরপর প্রফেসর ইউনূসের নেতৃত্বে একটি তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। কিন্তু গত দেড় বছরে তাদের মুখে আমরা মুক্তিযুদ্ধের কোনো কথা শুনিনি। মুক্তিযোদ্ধারা যেই দেশটি সৃষ্টি করেছেন, তাদের স্বীকৃতি কিংবা সম্মান আমরা দেখতে পাচ্ছি না।'
তিনি বলেন, 'বাংলাদেশের সাধারণ মানুষ জানে ১৯৭১ সালে কারা এই দেশ সৃষ্টি করেছে। কোনো রাজনৈতিক দল নয়; ছাত্র, যুবক এবং সাধারণ মানুষই এই দেশ স্বাধীন করেছে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ছিল সাধারণ মানুষের যুদ্ধ—কোনো রাজনৈতিক দলের যুদ্ধ নয়। আর এই যুদ্ধ ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য।'
বিএনপির এই নেতা বলেন, 'আমরা লক্ষ্য করেছি মুক্তিযুদ্ধকে হেয় করার চেষ্টা চলছে। এর কারণ হলো বর্তমান এই তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকার এবং যারা এখন সমাজের প্রভাবশালী অংশে আছেন, তাদের অনেকেই মুক্তিযুদ্ধে অংশ নেননি; বরং কেউ কেউ মুক্তিযুদ্ধের বিরুদ্ধেও ছিলেন। তাই তারা মুক্তিযুদ্ধের ইতিহাসকে ভুলিয়ে দিতে চায়।'
হাফিজ বলেন, 'ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমে এই মাফিয়া সরকারকে বিদায় দিয়েছি। এখন কিছু ধর্মভিত্তিক রাজনৈতিক দল ক্ষমতার লোভে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমি তাদের বলব যে আমরা যারা একসঙ্গে সংগ্রাম করেছি, ঐক্য বজায় রাখুন; ক্ষমতার লোভে যেন জাতীয় স্বার্থ বিসর্জন না দিই।'
