ইসির প্রতীক তালিকা থেকে বাদ পড়ল কলা, খাট, বেগুন, লাউ; যুক্ত হলো শাপলা কলি, উট, চিরুনি
 
নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করে প্রতীক তালিকায় শাপলা কলি, উট, টর্চলাইটসহ বেশ কিছু প্রতীক যুক্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ প্রতীকসহ ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিবন্ধিত দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য ১১৯টি প্রতীক সংরক্ষণ করেছে নির্বাচন কমিশন।
এক মাস এক সপ্তাহের মাথায় নতুন করে প্রতীক তালিকা সংশোধন করা হলো।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালায় এ সংশোধিত তালিকার গেজেট প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী, তালিকায় ১০২ নম্বরে শাপলা কলি যুক্ত করা হয়েছে। নতুন তালিকায় নির্বাচন কমিশনের মোট প্রতীক সংখ্যা দেখা গেছে ১১৯টি।
প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর (১৯৭২ সালের রাষ্ট্রপতির আদেশ নং ১৫৫) ধারা ৯৪-এ প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ অধিকতর সংশোধন করা হলো।
প্রসঙ্গত, এর আগে গত ২৪ সেপ্টেম্বর ১১৫টি প্রতীকের তালিকা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল ইসি।
যেসব প্রতীক বাদ গেল, যুক্ত হলো যেগুলো
যেসব প্রতীক বাদ পড়েছে সেগুলো হলো: উটপাখি, কলা, খাট, চার্জার লাইট, টিফিন ক্যারিয়ার, তবলা, তরমুজ, ফুলের টব, ফ্রিজ, বাঁশি, বেঞ্চ, বেগুন, লাউ, শঙ্খ ও স্যুটকেস।
আর যুক্ত হওয়া প্রতীকের মধ্যে রয়েছে উট, চিরুনী, টর্চলাইট, টেবিল ল্যাম্প, ট্রাক্টর, ড্রেসিং টেবিল, তালা, দোতলা বাস, পাগড়ী, পানির ট্যাপ, পালকি, ফলের ঝুড়ি, বেরি ট্যাক্সি, বৈদ্যুতিক বাল্ব, মটরসাইকেল, রেল ইঞ্জিন, সিঁড়ি, সূর্যমুখী, হ্যান্ডশেক।
যে ১১৯টি প্রতীক দিয়েছে সেগুলোর মধ্যে আছে আপেল, আনারস, আম, আলমারি, ঈগল, উট, উদীয়মান সূর্য, একতারা, কাঁচি, কবুতর, কলম, কলস, কলার ছড়ি, কাঁঠাল, কাপ-পিরিচ, কাস্তে, কেতলি, কুমির, কম্পিউটার, কুড়াল, কুলা, কুঁড়ে ঘর, কোদাল, খেজুর গাছ, গরুর গাড়ি, গাভী, গামছা, গোলাপ ফুল, ঘণ্টা, ঘুড়ি, ঘোড়া, চাকা, চাবি, চিরুনী, চিংড়ি, চেয়ার, চশমা, ছড়ি, ছাতা, জগ, জাহাজ, টর্চলাইট, টিউবওয়েল, টেবিল, টেবিল ল্যাম্প, টেবিল ঘড়ি, ট্রাক, ট্রাক্টর, টেলিফোন, টেলিভিশন।
আরও আছে ডাব, ড্রেসিং টেবিল ঢেঁকি, তারা, তালা, থালা, দাঁড়িপাল্লা, দালান, দেয়াল ঘড়ি, দোতলা বাস, দোয়াত কলম, দোলনা, ধানের শীষ, নোঙ্গর, নৌকা (স্থগিত), পাগড়ী, পানির ট্যাপ, পালকি, প্রজাপতি, ফলের ঝুড়ি, ফুটবল, ফুলকপি, ফুলের মালা, বই, বক, বাঘ, বটগাছ, বাইসাইকেল, বালতি, বেলুন, বেরি ট্যাক্সি, বৈদ্যুতিক পাখা, বৈদ্যুতিক বাল্ব, মই, মগ, মাইক, মটরগাড়ি (কার), মশাল, ময়ূর, মাছ, মাথাল, মিনার, মোমবাতি, মোবাইল ফোন, মটরসাইকেল, মোড়া, মোরগ, রকেট, রেল ইঞ্জিন, রিক্সা, লিচু, লাঙ্গল, শাপলা কলি, সোনালী আঁশ, সেলাই মেশিন, সোফা, সিঁড়ি, সিংহ, সূর্যমুখী, হরিণ, হাত (পাঞ্জা), হাতঘড়ি, হাতপাখা, হাঁস, হাতি, হাতুড়ি, হারিকেন, হ্যান্ডশেক, হুক্কা, হেলিকপ্টার।
বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত দল রয়েছে ৫২টি। নিবন্ধন স্থগিত ও বাতিল রয়েছে আরও চারটি দল।
নিবন্ধিত দলগুলোর জন্যে প্রতীক সংরক্ষিত রয়েছে। এ তালিকা থেকে নতুন নিবন্ধন পেলে তাদের যেমন বরাদ্দ দেওয়া হবে, তেমনি স্বতন্ত্র প্রার্থীদেরও ভোটে প্রতীক দেওয়া হবে।
এর আগে গত ২৪ সেপ্টেম্বর ১১৫টি প্রতীক তালিকার গেজেট করেছিল এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন কমিশন। নানা সমালোচনার মধ্যে ১৫টি প্রতীক বাদ দেওয়া হয় সে তালিকা থেকে; নতুন তালিকায় যুক্ত করা হলো ১৯টি।
এদিকে কারও চাপে প্রতীক তালিকায় শাপলা কলি' যুক্ত করা হয়নি বলে জানিয়েছেন সিনিয়র ইসি সচিব আখতার আহমেদ।
সংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, 'কিছু প্রতীক নিয়ে বিরূপ মন্তব্য আসায় কমিশন মনে করেছে কিছু পরিবর্তন করা প্রয়োজন। সে বিবেচনায় ১১৯টি প্রতীক নিয়ে সংশোধিত তালিকা প্রকাশ করা হয়েছে।
'শাপলা কলি প্রতীক যুক্ত করা কোনো দলের দাবির পরিপ্রেক্ষিতে নয়, বরং কমিশনের নিজস্ব বিবেচনায় নেওয়া সিদ্ধান্ত।'

 
             
 
 
 
 
