১৫ নভেম্বর থেকে নতুন ইউনিফর্ম পাচ্ছে পুলিশ
বাংলাদেশ পুলিশের সদস্যরা নতুন ইউনিফর্ম পাচ্ছেন। আগামী ১৫ নভেম্বর থেকে দেশের সব মেট্রোপলিটন ইউনিটে পুলিশ সদস্যরা নতুন ইউনিফর্ম দেওয়া হবে।
পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মিডিয়া এএইচএম সহাদাত হোসেন জানান, নির্ধারিত সময়ের মধ্যেই নতুন ইউনিফর্ম সরবরাহের প্রস্তুতি নেওয়া হয়েছে।
তিনি বলেন, 'প্রথম ধাপে ডিএমপিসহ সব মেট্রোপলিটন পুলিশ সদস্য নতুন পোশাক পরবে।'
তিনি আরও জানান, ধাপে ধাপে অন্যান্য ইউনিটেও নতুন ইউনিফর্ম দেওয়া হবে। তবে জেলা ও রেঞ্জ পর্যায়ের পুলিশ সদস্যদের নতুন ইউনিফর্ম পেতে আরও তিন থেকে চার মাস সময় লাগতে পারে।
