এবতেদায়ী শিক্ষকদের মিছিলে পুলিশের জলকামান-সাউন্ড গ্রেনেড
এবতেদায়ী শিক্ষা কার্যক্রম জাতীয়করণের দাবিতে এবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের মিছিল জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে ছত্রভঙ্গ করেছে পুলিশ।
আজ (২৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে 'স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি'-র ব্যানারে এ মিছিল শুরু করেন শিক্ষকরা। দুপুর ২টার দিকে জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম বলেন, 'পুলিশ সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করে মিছিলটি ছত্রভঙ্গ করেছে।'
তিনি আরও বলেন, 'অধিকাংশ শিক্ষক রাস্তা ছেড়ে চলে গেছে। তবে অল্প কিছু শিক্ষক এখনও বসে আছেন।'
