নির্বাচনের প্রতীক নিয়ে বিএনপির প্রস্তাবে জামায়াতের ‘ঘোর আপত্তি’
বাংলাদেশের নির্বাচনে জোটবদ্ধ হয়ে অংশ নিলেও প্রার্থীদের নিজের দলের প্রতীকেই নির্বাচন করতে হবে বলে গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও (সংশোধন) অধ্যাদেশের খসড়ায় যে বিধান আনা হয়েছে, তার পক্ষে অবস্থান নিয়েছে জামায়াতে ইসলামী।
ওই বিধানে সংশোধন চেয়ে নির্বাচন কমিশনে যে দাবি বিএনপি উপস্থাপন করেছে তার বিরুদ্ধে 'ঘোর আপত্তি' করেছেন বলে জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
আজ নির্বাচন কমিশনের সাথে বৈঠকের সময় তারা তাদের এ আপত্তি তুলে ধরেছেন বলে জানিয়েছেন তিনি।
বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে গোলাম পরওয়ার বলেন, তারা কমিশনের কাছে নির্বাচন সুষ্ঠু করতে এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে ১৮ দফা দাবি তুলে ধরেছেন।
তিনি বলেন, সংশোধিত আরপিওতে বলা হয়েছে, জোটবদ্ধ হলেও নিজ প্রতীকে নির্বাচন করতে হবে, যার বিরুদ্ধে একটি দলের পক্ষ থেকে আপত্তি করা হয়েছে।
'তারা বলেছেন এই সংশোধন পরিবর্তন করতে হবে। তারা বলেছেন, তাদের সঙ্গে একজন উপদেষ্টার জেন্টলম্যান এগ্রিমেন্ট হয়েছে। আমরা ঘোর আপত্তি দিয়েছে। সংশোধিত বিধানেই নির্বাচন হতে হবে', বলেন জামায়াতের এই নেতা।
প্রসঙ্গত, নির্বাচন সংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও (সংশোধন) অধ্যাদেশের খসড়ায় নিজ দলের প্রতীকে নির্বাচন করার বিধান পরিবর্তন চেয়ে নির্বাচন কমিশনে ইতোমধ্যেই আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে বিএনপি। দলটির দাবি এটি আগের মতোই রাখ হোক অর্থাৎ জোট বা দলের প্রতীকে নির্বাচন করার সুযোগ উন্মুক্ত থাকুক।
