আমদানিকৃত পণ্য নিরাপদে সংরক্ষণে অস্থায়ী গুদাম স্থাপন করছে বিজিএমইএ ও বিকেএমইএ
বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) আমদানি করা কাঁচামাল ও অন্যান্য পণ্য নিরাপদে সংরক্ষণের জন্য একটি অস্থায়ী গুদাম বা 'রাব হল' স্থাপনের উদ্যোগ নিয়েছে।
গতকাল (২৭ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত ১৮ অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আমদানি শেডে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর এ উদ্যোগ নেওয়া হয়েছে। ওই আগুনে শেডটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়ে অচল হয়ে পড়ায় তৈরি পোশাক খাতে নিয়মিত আমদানি ও রপ্তানি কার্যক্রমে বিঘ্নিত হচ্ছে।
বিজিএমইএ ও বিকেএমইএ যৌথভাবে বিমানবন্দরের নবনির্মিত (যা এখনো পুরোপুরি চালু হয়নি) টার্মিনাল–৩–এ এই রাব হল গুদাম স্থাপনের উদ্যোগ নিয়েছে, যাতে আমদানি পণ্য সংরক্ষণের কার্যক্রম পুনরায় শুরু করা যায়।
বিজিএমইএ ইতোমধ্যে অস্থায়ী গুদাম স্থাপনের জন্য একটি সরবরাহকারী প্রতিষ্ঠানকে কাজের আদেশ (ওয়ার্ক অর্ডার) দিয়েছে, এবং খুব শিগগিরই এর স্থাপন কাজ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।
এর আগে, গত ২০ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয় ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম এবং দুই সংগঠনের জ্যেষ্ঠ নেতৃবৃন্দের অংশগ্রহণে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে তৈরি পোশাক শিল্পের আমদানিকৃত পণ্য নিরাপদে সংরক্ষণ এবং স্বাভাবিক আমদানি কার্যক্রম পুনরুদ্ধারের লক্ষ্যে এই অস্থায়ী গুদাম স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।
