Skip to main content
  • মূলপাতা
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

মাত্র তিন বছরেই জরাজীর্ণ ‘দেশের সবচেয়ে সুন্দর’ সিলেট বাস টার্মিনাল

প্রায় ১১৭ কোটি টাকা ব্যয়ে টার্মিনালটির নির্মাণকাজ শেষ হয় দুই বছর আগে। সিলেটের ঐতিহ্যবাহী কিন ব্রিজ, আলী আমজাদের ঘড়ি এবং আসাম প্যাটার্নের বাংলোর স্থাপত্যশৈলীর সংমিশ্রণে নির্মিত এই টার্মিনালটি নির্মাণশৈলী ও নান্দনিকতার কারণে একসময় সিলেটের গর্ব ছিল।
মাত্র তিন বছরেই জরাজীর্ণ ‘দেশের সবচেয়ে সুন্দর’ সিলেট বাস টার্মিনাল

বাংলাদেশ

দেবাশীষ দেবু, সিলেট
26 October, 2025, 09:55 pm
Last modified: 26 October, 2025, 10:39 pm

Related News

  • কিছু উপদেষ্টার আচরণে নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে: হুমায়ুন কবির
  • সিলেটের ঐতিহ্যবাহী ‘মিনিস্টার বাড়ি’ ভাঙার কাজ স্থগিতের নির্দেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের
  • শাহজালাল বিমানবন্দরে আগুন: ঢাকাগামী ফ্লাইট নামলো সিলেটে
  • ‘এমসি কলেজ থেকে মেট্রিক পাস’ বলে ভাইরাল হওয়া কে এই ‘জুলাই যোদ্ধা’?
  • সিলেটের বন থেকে যে সুগন্ধি পৌঁছায় ফরাসি ব্র্যান্ড ক্রিডের অভিজাত বিপণিতে

মাত্র তিন বছরেই জরাজীর্ণ ‘দেশের সবচেয়ে সুন্দর’ সিলেট বাস টার্মিনাল

প্রায় ১১৭ কোটি টাকা ব্যয়ে টার্মিনালটির নির্মাণকাজ শেষ হয় দুই বছর আগে। সিলেটের ঐতিহ্যবাহী কিন ব্রিজ, আলী আমজাদের ঘড়ি এবং আসাম প্যাটার্নের বাংলোর স্থাপত্যশৈলীর সংমিশ্রণে নির্মিত এই টার্মিনালটি নির্মাণশৈলী ও নান্দনিকতার কারণে একসময় সিলেটের গর্ব ছিল।
দেবাশীষ দেবু, সিলেট
26 October, 2025, 09:55 pm
Last modified: 26 October, 2025, 10:39 pm

যাত্রীদের বসার জন্য রাখা চেয়ারগুলোর অর্ধেকই ভাঙা, কিছু আবার চুরি হয়ে গেছে। ভেঙে গেছে লাইট আর সিলিং ফ্যান। বাথরুমের অবস্থা নাজুক, দেয়ালের পলেস্তারাও খসে পড়ছে একে একে।

এমন দৃশ্য এখন নবনির্মিত সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালের; যেটি মাত্র তিন বছর আগে পরীক্ষামূলকভাবে চালু হয়েছিল। আনুষ্ঠানিক উদ্বোধন পর্যন্ত হয়নি, অথচ এরই মধ্যে ভগ্নদশায় নেমে এসেছে 'দেশের সবচেয়ে সুন্দর ও আধুনিক সুবিধাসম্পন্ন বাস টার্মিনাল' হিসেবে খ্যাত এই স্থাপনাটি।

সিলেটের ঐতিহ্যবাহী কিন ব্রিজ, আলী আমজাদের ঘড়ি এবং আসাম প্যাটার্নের বাংলোর স্থাপত্যশৈলীর সংমিশ্রণে নির্মিত এই টার্মিনালটি নির্মাণশৈলী ও নান্দনিকতার কারণে একসময় সিলেটের গর্ব ছিল।

প্রায় ১১৭ কোটি টাকা ব্যয়ে টার্মিনালটির নির্মাণকাজ শেষ হয় দুই বছর আগে। ২০২৩ সালের ১৫ ফেব্রুয়ারি এটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়।

কিন্তু তদারকির অভাবে তিন বছর পূর্ণ হওয়ার আগেই টার্মিনালটি নষ্ট হয়ে পড়েছে। দামি চেয়ারে জং ধরেছে, লাইট খসে পড়ছে, ওয়াচ টাওয়ারটি এখন ভূতের বাড়ির মতো নির্জন। ভিআইপি কক্ষ ও নামাজঘরে মাকড়শার জাল, আর কাচঘেরা দেয়ালে পরিবহন নেতাদের নির্বাচনী লিফলেট।

সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল। ছবি: টিবিএস

সিলেট সিটি করপোরেশন (সিসিক) জানিয়েছে, টার্মিনালটি ইতোমধ্যে ইজারা দেওয়া হয়েছে। তাই আলাদা উদ্বোধনের আর প্রয়োজন নেই, এভাবেই এটি চালু থাকবে।

পরিবহন মালিক সমিতির সূত্রে জানা গেছে, ঢাকা দক্ষিণ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সেলিম আহমদ টার্মিনালটি ইজারা নিয়েছেন। তার সঙ্গে আরও কয়েকজন পরিবহন নেতা দেখভালের দায়িত্বে রয়েছেন।

সিসিক সূত্র জানায়, মিউনিসিপ্যাল গভর্নমেন্ট সার্ভিস প্রজেক্ট (এমজিএসপি) এর আওতায় ২০১৯ সালের ফেব্রুয়ারিতে টার্মিনাল আধুনিকায়নের কাজ শুরু হয়। প্রায় ৮ একর জমির ওপর নির্মিত এই প্রকল্পে মোট ব্যয় ধরা হয় ১১৭ কোটি টাকা; এর মধ্যে ডাম্পিং গ্রাউন্ডে ব্যয় হয় ৫৬ কোটি এবং অবকাঠামোগত উন্নয়নে ৬১ কোটি টাকা।

দৃষ্টিনন্দন এই টার্মিনালে বিমানবন্দরের আদলে আগমন ও বহির্গমনের আলাদা ব্যবস্থা রাখা হয়। স্থাপনার দক্ষিণ-পশ্চিম কোণে নির্মিত হয় গোলাকার পাঁচতলা টাওয়ার, যেখানে টার্মিনাল পরিচালনা অফিস, কন্ট্রোল রুম, পুলিশ কক্ষ ও পর্যটন অফিস রাখার কথা ছিল।

এ ছাড়া যাত্রী ওঠানামার জন্য পৃথক ভবন, সুপরিসর পার্কিং এলাকা, পরিবহনকর্মীদের জন্য আলাদা ভবন, রেস্টুরেন্ট, ফুড কোর্ট, বিশ্রামাগার, নারী-পুরুষ ও প্রতিবন্ধী যাত্রীদের জন্য পৃথক শৌচাগার, ব্রেস্ট ফিডিং জোন, স্মোকিং জোন, ছোট দোকান, সিক বেড ও প্রার্থনাকক্ষসহ সব ধরনের আধুনিক সুবিধা রাখা হয়েছিল।

পরিবহন মালিক-শ্রমিকদের সভার জন্য বিশাল হলরুম এবং যানবাহন রক্ষণাবেক্ষণের জন্য ওয়ার্কশপও নির্মাণ করা হয়।

বাস টার্মিনালের ভেতর যাত্রীদের আসন। ছবি: টিবিএস

টার্মিনালের বহির্গমন ভবনটি প্রায় সাড়ে ৩০০ ফুট লম্বা, যেখানে একসঙ্গে ৪৮টি বাস দাঁড়াতে পারে। যাত্রীদের বসার জন্য রয়েছে ৯৭০ আসনের বিশাল হল, ৩০ আসনের ভিআইপি কক্ষ, ৩০টি টিকিট কাউন্টার ও আলাদা নামাজের ঘর।

২০২৩ সালের ১৫ নভেম্বর সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী পরীক্ষামূলকভাবে টার্মিনালটি চালু করেন। কিন্তু অল্প সময়ের মধ্যেই নির্মাণ ত্রুটি ধরা পড়ে এবং সমালোচনার মুখে পড়ে সিসিক। পরে গঠন করা হয় তদন্ত কমিটি।

সরেজমিনে দেখা যায়, আধুনিক সেবার নামে এখন টার্মিনালের ভেতরে নোংরা ও পরিত্যক্ত চিত্র। যাত্রী চলাচল প্রায় নেই বললেই চলে, সারাদিন ফাঁকা পড়ে থাকে টার্মিনাল ভবন। বসার আসনগুলো অপরিচ্ছন্ন ও ভাঙাচোরা, কোথাও বেঞ্চ ভাঙা, কোথাও চেয়ার উধাও। কিছু প্রবেশদ্বারের কাঁচের দরজা-জানালাও নেই।

টাকার বিনিময়ে টয়লেট ব্যবহারের সুযোগ থাকলেও সেগুলো অস্বাস্থ্যকর। সার্ভিস কার্যালয়গুলো বন্ধ ও তালাবদ্ধ। টার্মিনালের ভেতরজুড়ে ঝুলছে শ্রমিক সমিতির নির্বাচনী ব্যানার-স্টিকার।

গোলাকার পাঁচতলা টাওয়ার ভবনটিতেও তালা ঝুলছে। সেখানে টার্মিনাল ব্যবস্থাপনা, পুলিশ বা পর্যটন কার্যালয়ের কোনো কার্যক্রমের অস্তিত্ব মেলেনি। কেবল মূল ভবনের দ্বিতীয় তলায় একটি ছোট নিরাপত্তা ও সিসিটিভি মনিটরিং কক্ষ দেখা গেছে। তবে সেটিও তালাবদ্ধ ও পরিত্যক্ত।

নাগরিক ও যাত্রীদের আধুনিক সেবা প্রদানের লক্ষ্যেই টার্মিনালটি নির্মিত হয়েছিল, কিন্তু যাত্রীরা এখন এতে বিমুখ। সরেজমিনে দেখা গেছে, কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে হুমায়ুন রশিদ চত্বর পর্যন্ত রাস্তার পাশের পুরোনো কাউন্টারগুলোতে এখনো উপচে পড়া ভিড়, অথচ নতুন টার্মিনাল ভবন প্রায় ফাঁকা।

বাস টার্মিনালের ভেতর যাত্রীদের আসন। ছবি: টিবিএস

তবে টার্মিনালের ভেতরে হবিগঞ্জ, মৌলভীবাজার এবং সিলেটের বিভিন্ন উপজেলার স্থানীয় বাস কাউন্টার থাকায় কিছু যাত্রী চলাচল আছে। এসব বাস টার্মিনালের ভেতরে অবস্থান করায় রাস্তার ওপর যানজট ও ভিড় কিছুটা কমেছে বলে জানান যাত্রী ও চালকেরা।

সিলেট বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম বলেন, 'টার্মিনাল চালুর পর থেকেই সিটি করপোরেশনের কোনো তদারকি নেই। অনেক কিছু নষ্ট হয়ে গেছে, কিন্তু কেউ খোঁজ নিচ্ছে না। ইজারাদার ও সিটি কর্তৃপক্ষ উভয়েরই গাফিলতি আছে।'

টার্মিনালের ইজারাদার সেলিম আহমদ বলেন, '৫৬ লাখ টাকায় এক বছরের জন্য আমরা ইজারা নিয়েছি। রক্ষণাবেক্ষণে ২ লাখ টাকার কাজ আমাদের, বড় সংস্কারের দায়িত্ব সিটি করপোরেশনের। আমরা নিয়মিত তদারকি করি, কিছু সমস্যা এসেছে। সিটি করপরেশনের সঙ্গে সমন্বয় করে দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।'

সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার বলেন, 'টার্মিনাল ইজারা দেওয়া হয়েছে। এখন রক্ষণাবেক্ষণ ও তদারকির দায়িত্ব ইজারাদারের। তবে বড় কোনো সমস্যা হলে সিটি করপোরেশন তা দেখবে।'

Related Topics

টপ নিউজ

সিলেট / বাসস্ট্যান্ড / বাস টার্মিনাল / শ্রমিক ইউনিয়ন / যাত্রী ভোগান্তি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • স্ত্রী ও দুই সন্তানের সঙ্গে নিহত আবুল কালাম। ছবি: সংগৃহতি
    ফেসবুকে পাসপোর্টের ছবি দেখেই কালামের মৃত্যুর খবর পান পরিবারের সদস্যরা
  • ব্যালান্স শিটে কারচুপি, যেভাবে ৪৫০ কোটি টাকার দুঃসাহসী গরমিল করেছিল ইউনিয়ন ব্যাংক
    ব্যালান্স শিটে কারচুপি, যেভাবে ৪৫০ কোটি টাকার দুঃসাহসী গরমিল করেছিল ইউনিয়ন ব্যাংক
  • ছবি: টিবিএস
    তদন্ত কমিটি গঠন; দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত চালু থাকবে মেট্রোরেল: সেতু উপদেষ্টা
  • ছবি: সংগৃহীত
    ‘যদি জীবন থেকে পালিয়ে যেতে পারতাম’ লিখে পোস্ট, কয়েক ঘণ্টা পর মৃত্যু; ঈশ্বরকাঠির মানুষ শোক সইবে কীভাবে?  
  • ‘দায়িত্ব পালন না করায়’ চবি-র বঙ্গবন্ধু চেয়ার থেকে মুনতাসীর মামুনের নিয়োগ বাতিল
    ‘দায়িত্ব পালন না করায়’ চবি-র বঙ্গবন্ধু চেয়ার থেকে মুনতাসীর মামুনের নিয়োগ বাতিল
  • মেট্রোরেল থেকে খুলে পড়া বিয়ারিং প্যাড। ছবি : টিবিএস
    মেট্রোরেলের বেয়ারিং প্যাড খুলে পড়ে দুর্ঘটনার পর নিরাপত্তা নিয়ে যেসব উদ্বেগ তৈরি হয়েছে

Related News

  • কিছু উপদেষ্টার আচরণে নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে: হুমায়ুন কবির
  • সিলেটের ঐতিহ্যবাহী ‘মিনিস্টার বাড়ি’ ভাঙার কাজ স্থগিতের নির্দেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের
  • শাহজালাল বিমানবন্দরে আগুন: ঢাকাগামী ফ্লাইট নামলো সিলেটে
  • ‘এমসি কলেজ থেকে মেট্রিক পাস’ বলে ভাইরাল হওয়া কে এই ‘জুলাই যোদ্ধা’?
  • সিলেটের বন থেকে যে সুগন্ধি পৌঁছায় ফরাসি ব্র্যান্ড ক্রিডের অভিজাত বিপণিতে

Most Read

1
স্ত্রী ও দুই সন্তানের সঙ্গে নিহত আবুল কালাম। ছবি: সংগৃহতি
বাংলাদেশ

ফেসবুকে পাসপোর্টের ছবি দেখেই কালামের মৃত্যুর খবর পান পরিবারের সদস্যরা

2
ব্যালান্স শিটে কারচুপি, যেভাবে ৪৫০ কোটি টাকার দুঃসাহসী গরমিল করেছিল ইউনিয়ন ব্যাংক
অর্থনীতি

ব্যালান্স শিটে কারচুপি, যেভাবে ৪৫০ কোটি টাকার দুঃসাহসী গরমিল করেছিল ইউনিয়ন ব্যাংক

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

তদন্ত কমিটি গঠন; দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত চালু থাকবে মেট্রোরেল: সেতু উপদেষ্টা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘যদি জীবন থেকে পালিয়ে যেতে পারতাম’ লিখে পোস্ট, কয়েক ঘণ্টা পর মৃত্যু; ঈশ্বরকাঠির মানুষ শোক সইবে কীভাবে?  

5
‘দায়িত্ব পালন না করায়’ চবি-র বঙ্গবন্ধু চেয়ার থেকে মুনতাসীর মামুনের নিয়োগ বাতিল
বাংলাদেশ

‘দায়িত্ব পালন না করায়’ চবি-র বঙ্গবন্ধু চেয়ার থেকে মুনতাসীর মামুনের নিয়োগ বাতিল

6
মেট্রোরেল থেকে খুলে পড়া বিয়ারিং প্যাড। ছবি : টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেলের বেয়ারিং প্যাড খুলে পড়ে দুর্ঘটনার পর নিরাপত্তা নিয়ে যেসব উদ্বেগ তৈরি হয়েছে

The Business Standard
Top

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net

Copyright © 2022 THE BUSINESS STANDARD All rights reserved. Technical Partner: RSI Lab