মুন্সীগঞ্জের পদ্মাপাড়ে লোকালয়ে কুমির, আতঙ্কে গ্রামবাসী
মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীর তীরবর্তী এলাকায় কুমির আতঙ্ক ছড়িয়ে পড়েছে। উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের শ্যামবাড়ি গ্রামে কয়েক দিন ধরে কুমির লোকালয়ে উঠে আসার খবরে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। এর মধ্যে একটি কুমিরের ছবি স্থানীয়দের ফোন ক্যামেরায় ধারণ করতেও দেখা গেছে।
স্থানীয়দের দাবি, রাতে ও ভোরে পদ্মা নদী থেকে অন্তত দুটি কুমির লোকালয়ে উঠে আসছে। গত কয়েক দিন ধরেই গ্রামবাসী কুমির দুটিকে দেখতে পাচ্ছেন বলে জানিয়েছেন তারা।
শ্যামবাড়ি গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, গ্রামের একটি পুকুরপাড়ে অন্তত দুটি কুমির দেখা গেছে। খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। কৌতূহলী হয়ে পুকুরপাড়ে ভিড় করছেন স্কুলশিক্ষার্থীসহ আশপাশের অনেক মানুষ।
স্থানীয় যুবক মো. হায়াৎ হোসেন জানান, গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে পথচারীরা পুকুরপাড় দিয়ে যাওয়ার সময় গোঁয়ালঘরের কাছে একটি কুমির দেখতে পান। আতঙ্কিত হয়ে তারা চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে টর্চলাইটের আলোতে কুমিরটির ছবি তোলার চেষ্টা করলে সেটি ধীরে ধীরে পুকুরপাড় থেকে নদীর দিকে চলে যায়।
স্থানীয় গৃহবধূ সেলিনা বেগম বলেন, 'রাতে গোঁয়ালঘরের পাশে কুমির দেখতে পাই। ছবি তুলতে গেলে সেটা পুকুরপাড় থেকে সরে যায়।'
এ ঘটনায় গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।
লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নেছার উদ্দিন জানান, স্থানীয়রা কুমির দেখার বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়েছে। এ বিষয়ে বন্যপ্রাণী সংরক্ষণ টিমকে খবর দেওয়া হয়েছে। তারা পৌঁছালে প্রাণীটি উদ্ধার (রেসকিউ) করা হবে।
