নির্বাচনের আগে ব্যক্তি পর্যায়ে মোবাইল সিম ব্যবহারের সংখ্যা কমিয়ে ৫-৭টি করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
নির্বাচনের আগে ব্যক্তিগত পর্যায়ে মোবাইল সিম ব্যবহারের সংখ্যা কমিয়ে আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
তিনি বলেন, 'জাতীয় সংসদ নির্বাচনের আগে ব্যক্তিগত পর্যায়ে মোবাইল সিম ব্যবহারের সংখ্যা কমিয়ে আনা হবে। বর্তমানে একজন গ্রাহক সর্বোচ্চ দশটি সিম ব্যবহার করতে পারেন। নির্বাচনের আগে সেটি কমিয়ে পাঁচ থেকে সাতটি করা হবে। তবে সরকারের লক্ষ্য রয়েছে ব্যক্তি পর্যায়ের সিম ব্যবহার আরও কমিয়ে দুইটিতে নামিয়ে আনা।'
রবিবার (২৬ অক্টোবর) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৫তম সভা শেষে তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভা শেষে তিনি বলেন, 'আজ ব্যক্তিগত পর্যায়ের সিম ব্যবহার কমিয়ে নিয়ে আসার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এজন্য আইসিটি উপদেষ্টাকে সভায় ডাকা হয়েছিল।'
তিনি আরও বলেন, 'আপনারা জানেন মোবাইল সিমের অপব্যবহার হয়। একজনের নামে সিম তুলে অন্যজন ব্যবহার করেন, যার নামে সিম সে হয়তো জানে না। এই অপব্যবহার রোধের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'
পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কেউ যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সেই ব্যবস্থা করা হবে বলেও জানান উপদেষ্টা।
