পাটওয়ারীর পদত্যাগের গুঞ্জন, এনসিপি বলল ‘আমাদের সাথেই আছেন’
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের গুঞ্জন আনুষ্ঠানিকভাবে অস্বীকার করে দলটি বলেছে, তিনি দলের কাজে পুরোপুরি সক্রিয় আছেন।
এর আগে একাধিক অসমর্থিত প্রতিবেদনে দাবি করা হয়েছিল, পদসংক্রান্ত জটিলতার কারণে দুই সপ্তাহ আগে আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন নাসিরউদ্দিন পাটওয়ারী। এরই পরিপ্রেক্ষিতে দলটি এই স্পষ্টীকরণ দিল।
এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত ফেসবুকে এক সংক্ষিপ্ত বিবৃতিতে এই প্রতিবেদনগুলোকে 'সঠিক নয়' বলে উল্লেখ করেছেন।
ওই বিবৃতিতে তিনি বলেন, 'নাসীরুদ্দীন পাটোয়ারী আমাদের সাথেই আছেন। তিনি কিছু দিন আগেও নির্বাচন কমিশনে দলের নিবন্ধন সংক্রান্ত কাজে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও, মুখ্য সমন্বয়ক হিসেবে তিনি বিভিন্ন উইংয়ের দায়িত্ব পালন করছেন। তাই তার পদত্যাগ বা দল থেকে অব্যাহতি নেওয়ার বিষয়টি সঠিক নয়।'
এর আগে এনসিপির নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল, দলে নিজের ভূমিকা নিয়ে অভ্যন্তরীণ জটিলতার কারণে পাটওয়ারী পদত্যাগ করেছেন।
ওইসব প্রতিবেদনে দাবি করা হয়, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এনসিপিতে যোগ দেবেন এবং নির্বাচন ও সাংগঠনিক কার্যক্রমের দায়িত্ব নেবেন। এ দায়িত্ব বর্তমানে পাটওয়ারী সামলাচ্ছেন।
প্রতিবেদনে আরও দাবি করা হয়, আসিফ মাহমুদের এই প্রস্তাবে এনসিপির শীর্ষ নেতৃত্বের মৌন সম্মতি থাকায় মনঃক্ষুণ্ন হয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন পাটওয়ারী।
