নাম বদলে 'গণতান্ত্রিক ছাত্র সংসদ' এখন 'জাতীয় ছাত্র শক্তি'
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নাম পরিবর্তন করে 'জাতীয় ছাত্র শক্তি' রাখা হয়েছে। এটি এখন একটি স্বাধীন ছাত্র সংগঠন হিসেবে কাজ না করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি সহযোগী সংগঠন হিসেবে কাজ করবে।
গতকাল (২৩ অক্টোবর) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থিত আবু সাঈদ কনভেনশন হলে অনুষ্ঠিত 'ছাত্র সংসদের পুনর্গঠন ও ভবিষ্যৎ কৌশল নির্ধারণবিষয়ক জাতীয় সমন্বয় সভা'তে এ ঘোষণা দেওয়া হয়। তবে অনুষ্ঠানে কোনো কমিটি ঘোষণা করা হয়নি।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এনসিপি-এর সদস্য সচিব আক্তার হোসেন বলেন, "জুলাই চার্টার বাস্তবায়নে কোনো আপোশ হবে না, এটি যেকোনো মূল্যে কার্যকর করতে হবে।"
তিনি আরও বলেন, "ছাত্রলীগের আমলে যে ভয়ের সংস্কৃতি ছিল, তা যেন আর কখনো ফিরে আসতে না পারে।"
এসময় দক্ষিণাঞ্চলের প্রধান সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, জুলাই ঘোষণা জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। অন্যদিকে, উত্তরাঞ্চলের প্রধান সংগঠক সারজিস আলম জানান, খুব শীঘ্রই সারা দেশে এনসিপি'র সহসংগঠনের আহ্বায়ক কমিটি গঠন করা হবে।
গণতান্ত্রিক ছাত্র সংসদ মূলত ২৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের দ্বারা গঠিত হয়েছিল। নতুন নামের মাধ্যমে সংগঠনটি এখন আনুষ্ঠানিকভাবে এনসিপি'র সহযোগী সংগঠন হিসেবে যাত্রা শুরু করেছে।
