নারী সদস্যকে মারধরের অভিযোগে দলের নেতার বিরুদ্ধে মামলা ‘উদ্দেশ্যপ্রণোদিত’: এনসিপি
ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নারী সদস্যকে মারধরের অভিযোগে দলের কয়েকজন দায়িত্বশীল নেতার বিরুদ্ধে দায়ের করা মামলাকে সম্পূর্ণ মিথ্যা, সাজানো ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে দলটি।
সোমবার (১৫ ডিসেম্বর) দলের যুগ্ম সদস্যসচিব ও সম্পাদক (মিডিয়া সেল) স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে এনসিপি জানায়, দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এবং অভ্যন্তরীণ বিভাজন সৃষ্টি করতে একটি স্বার্থান্বেষী মহল এই অপতৎপরতা চালাচ্ছে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনকে কেন্দ্র করে আগামীর রাজনৈতিক কার্যক্রম সামনে রেখে ভিন্ন রাজনৈতিক শক্তির এজেন্ডা বাস্তবায়নে সক্রিয় একটি মহল ইচ্ছাকৃতভাবে এই ষড়যন্ত্র করছে। মামলায় দলের দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক ও কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আতাউল্লাহসহ যেসব নেতার নাম জড়ানো হয়েছে, তারা দীর্ঘদিন ধরে এনসিপিকে শক্তিশালী ও সুসংগঠিত করতে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন।
মামলার এজাহারের তথ্যের বিরোধিতা করে বিবৃতিতে বলা হয়, অভিযোগের বর্ণনায় যেসব ঘটনার উল্লেখ করা হয়েছে, তা সম্পূর্ণ মনগড়া ও বাস্তবতাবিবর্জিত। বিশেষ করে মামলার ১ নম্বর আসামি মোহাম্মদ আতাউল্লাহ ঘটনার দিন ঘটনাস্থলে উপস্থিতই ছিলেন না; তিনি তখন ঢাকায় অবস্থান করছিলেন। ঢাকায় থেকেও ১ নম্বর আসামি হওয়া এই মামলার রাজনৈতিক উদ্দেশ্য ও অসৎ অভিপ্রায়কে স্পষ্ট করে।
একইভাবে মামলার ২ নম্বর আসামির কাছে অভিযোগ জমা দেওয়ার যে দাবি করা হয়েছে, তাও মিথ্যা বলে দাবি করেছে দলটি। কারণ হিসেবে বলা হয়, তিনি একজন সাধারণ সদস্য মাত্র এবং এ ধরনের দায়িত্ব বা অভিযোগ গ্রহণ করার মতো দাপ্তরিক এখতিয়ার তার নেই।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সম্প্রতি জেলা কার্যালয়ে বহিরাগত সন্ত্রাসীদের মাধ্যমে যে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছে, সেটিকে পরিকল্পিতভাবে দলীয় নেতাদের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনের কাছে সুষ্ঠু, নিরপেক্ষ ও পুঙ্খানুপুঙ্খ তদন্তের আহ্বান জানিয়েছে এনসিপি। একই সঙ্গে মিথ্যা অভিযোগের মাধ্যমে নেতাদের হয়রানি অবিলম্বে বন্ধ করার দাবি জানানো হয়েছে। যারা প্রকৃত ঘটনা বিকৃত করে দলকে কলঙ্কিত করার অপচেষ্টা চালিয়েছে, তাদের চিহ্নিত করে দলের শৃঙ্খলা কমিটির মাধ্যমে যথাযথ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় দলটি।
