বিদেশি কর্মী নিয়োগে ভিসা ও ওয়ার্ক পারমিট প্রক্রিয়া সহজ করছে বিডা

বিদেশি কর্মীদের নিয়োগ প্রক্রিয়া সহজ করতে ভিসা ও ওয়ার্ক পারমিট ব্যবস্থা আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে ভিসা ও পারমিট প্রক্রিয়া সহজীকরণ, ডিজিটাল উপায়ে অর্থপ্রদান এবং নিয়মভঙ্গের ক্ষেত্রে কঠোর শাস্তি চালুর পরিকল্পনা করা হয়েছে।
বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা)-র নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বুধবার (১৫ অক্টোবর) 'ওয়ার্ক পারমিট অ্যান্ড সিকিউরিটি ক্লিয়ারেন্স প্রসেস' শীর্ষক উচ্চপর্যায়ের কর্মশালায় এ তথ্য জানান।
অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, "আমরা ভিসা কনভার্সনসহ বিভিন্ন জটিলতা সমাধানে কাজ করছি এবং নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নিচ্ছি। নতুন নীতিমালা অপরাধীদের জন্য পরিস্থিতি কঠিন করবে, তবে যারা নিয়ম মেনে কাজ করেন তাদের জন্য প্রক্রিয়া আরও সহজ হবে।"
বিদেশি পেশাজীবীদের জন্য সমন্বয় বাড়ানো ও সেবার মান উন্নত করার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থার সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করে বিডা।
আগারগাঁওয়ে বিডার মাল্টিপারপাস হলে আয়োজিত এ সেশনে টিইপিপি-টু প্রকল্পের আওতায় সহায়তা করেছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. দেলোয়ার হোসেন এবং বিডার মহাপরিচালক মো. আরিফুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন আরও বলেন, "বিডা পুরো প্রক্রিয়াটি আরও কার্যকর ও গতিশীল করতে কাজ করছে। আমরা কিছু প্রক্রিয়া সরল করছি, একই সঙ্গে অনিয়ম ঠেকাতে নজরদারি কঠোর করছি।"
উদাহরণ হিসেবে তিনি বলেন, 'ভিসা অন অ্যারাইভাল' বা আগমনী ভিসা ফি–এর প্রক্রিয়াটি এখনো জটিল। এ প্রক্রিয়া সহজীকরণের অংশ হিসেবে এখন থেকে চীনা নাগরিকরা চাইনিজ ইউয়ান (আরএমবি) মুদ্রায় ফি পরিশোধ করতে পারবেন। বিনিময় হার পরিবর্তনের জটিলতা এড়াতে আগামী ছয় মাসের জন্য ৫০ ডলারের সমপরিমাণ ফি নির্ধারণ করা হয়েছে ৪৪০ ইউয়ান।
বিডা চেয়ারম্যান আরও বলেন, এসব সংস্কার ভিসা ও ওয়ার্ক পারমিট ব্যবস্থার দীর্ঘদিনের জটিলতা দূর করে পুরো প্রক্রিয়াটি আধুনিকায়নের অংশ। তিনি বলেন, "আমরা ইতোমধ্যে ১ অক্টোবর থেকে অনলাইন সিকিউরিটি ক্লিয়ারেন্স প্রক্রিয়া চালু করেছি এবং ভিসা ফি পরিশোধ প্রক্রিয়াও ডিজিটাল করার কাজ চলছে, যাতে পুরো ব্যবস্থাটি আরও দ্রুত ও স্বচ্ছ হয়।"
সম্প্রতি ওয়ার্ক পারমিটের জন্য গত ১ অক্টোবর থেকে সম্পূর্ণ অনলাইন সিকিউরিটি ক্লিয়ারেন্স প্রক্রিয়া চালু হয়েছে। এখন আবেদনকারীদের বিডার ওয়ান স্টপ সার্ভিস পোর্টাল–এর মাধ্যমে সব নথি জমা দিতে হচ্ছে।
২১ কার্যদিবসের মধ্যে কোনো আপত্তি না উঠলে আবেদনটি স্বয়ংক্রিয়ভাবে অনুমোদিত হবে। তবে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন না করলে সংশ্লিষ্ট ওয়ার্ক পারমিটটি অকার্যকর বলে গণ্য হবে।
প্রক্রিয়াটিকে সহজ ও কার্যকর করতে প্রয়োজনীয় নথির সংখ্যা ৩৪টি থেকে কমিয়ে ১১টিতে আনা হয়েছে। এতে পুনরাবৃত্তি দূর হয়ে অনুমোদন প্রক্রিয়াও আরও দ্রুত ও কার্যকর হয়েছে।
এদিকে কর্মশালার বক্তারা ইজিবাইকে ব্যবহৃত নিম্নমানের সিসা–অ্যাসিড ব্যাটারির পরিবেশগত ঝুঁকির বিষয়টিও তুলে ধরেন। তারা বলেন, এসব ব্যাটারির বেশিরভাগই বিদেশি কোম্পানির তৈরি; দুর্বল তদারকির মধ্যে এ কার্যক্রম চলছে।
বিষয়টি স্বীকার করে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, "এটা সত্য যে, আমরা এখনো উচ্চমানের ব্যাটারি উৎপাদনের দিকে এগোতে পারিনি। পরিবেশের জন্য ক্ষতিকর সিসা–অ্যাসিড ব্যাটারি এখনও ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। এর দায় বিদেশি ও স্থানীয়—দুই ধরনের বিনিয়োগকারীর ওপরেই বর্তায়।"
তিনি আরও বলেন, ব্যাটারি পুনর্ব্যবহার প্রক্রিয়াকে অর্থনৈতিক অঞ্চলগুলোর আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে এটি অর্থনৈতিকভাবে লাভজনক হওয়ার পাশাপাশি পরিবেশবান্ধবও হয়।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও সামরিক গোয়েন্দা অধিদপ্তর (ডিজিএফআই)-এর প্রতিনিধিরা কর্মশালায় মাঠপর্যায়ের পর্যবেক্ষণ তুলে ধরেন। তারা জানান, কিছু বিদেশি কর্মী অনুমোদিত পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার পরেও একই গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে বদলি হয়ে কিংবা বিডা ও বেপজা—দুই সংস্থার পৃথক অনুমতি নিয়ে চাকরি চালিয়ে যাচ্ছেন।
এর জবাবে বিডা পুনরায় স্পষ্ট করে জানায়, সাধারণ নিয়মে কোনো বিদেশি কর্মী বাংলাদেশে পাঁচ বছরের বেশি সময় চাকরিতে থাকতে পারবেন না।
বিডার চেয়ারম্যান বলেন, "যেভাবে আমাদের প্রবাসী কর্মীরা বিদেশে দেশের অর্থনীতিতে অবদান রাখছেন, ঠিক তেমনি বিদেশি কর্মীরাও বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখছেন।"
"নির্ধারিত সময়সীমার মধ্যে আমাদের নিজেদের লোকদেরই তাদের জায়গায় প্রস্তুত হতে হবে। আমরা সিস্টেমের অপব্যবহার ঠেকাতে নজরদারি আরও জোরদার করছি। শুধুমাত্র বিদেশি নাগরিক হওয়ার কারণে কেউ বিশেষ সুবিধা পাবেন না," যোগ করেন তিনি।