এইচএসসি ও সমমানের পরীক্ষা: সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার সর্বোচ্চ ঢাকা বোর্ডে, সর্বনিম্ন কুমিল্লায়

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় স্ব-স্ব প্রতিষ্ঠান এবং অনলাইনে একযোগে ফল প্রকাশিত হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে পাসের হার ৫৮.৮৩ শতাংশ। পাস করেছেন মোট ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন শিক্ষার্থী।
চলতি বছরের এইচএসসি পরীক্ষার সর্বোচ্চ পাসের হার ঢাকা শিক্ষা বোর্ডে, ৬৪.৬২ শতাংশ। সর্বনিম্ন পাসের হার কুমিল্লা শিক্ষা বোর্ডে, ৪৮.৮৬ শতাংশ।
এছাড়া রাজশাহী বোর্ডে পাসের হার ৫৯.৪০ শতাংশ, যশোর বোর্ডে পাশের হার ৫০.২০ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে পাশের হার ৫২.৫৭ শতাংশ, বরিশাল বোর্ডে ৬২.৫৭ শতাংশ, সিলেট বোর্ডে ৫১.৮৬ শতাংশ, দিনাজপুর বোর্ডে পাশের হার ৫৮.৪৯ শতাংশ এবং ময়মনসিংহ বোর্ডে পাশের হার ৫১.৫৪ শতাংশ।
এছাড়া, মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাশের হার ৭৫.৬১ শতাংশ এবং কারিগরি বোর্ডে পাশের হার ৬২.৬৭ শতাংশ।
গত ২৬ জুন থেকে ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয় ১২ লাখ ৩৫ হাজার ৬৬১ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৬ লাখ ১১ হাজার ৪৪৬ জন এবং ছাত্রী ৬ লাখ ২৪ হাজার ২১৫ জন। দেশের ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।