মাদ্রাসা বোর্ডে সর্বোচ্চ ৭৫.৬১% পাস, কারিগরি বোর্ডে ৬২.৬৭%

এবারের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে সার্বিক পাসের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। তবে সারাদেশে সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার কমলেও তুলনামূলক ভালো ফল করেছে বিশেষায়িত শিক্ষা বোর্ডগুলো।
এর মধ্যে মাদ্রাসা শিক্ষা বোর্ড সর্বোচ্চ ৭৫ দশমিক ৬১ শতাংশ পাসের হার অর্জন করেছে, আর কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ৬৭ শতাংশে।
দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার নেমে এসেছে ৫৮ দশমিক ৮৩ শতাংশে, যা গত বছরের ৭৭ দশমিক ৭৮ শতাংশের তুলনায় ১৮ দশমিক ৯৫ শতাংশ কম।
সাধারণ শিক্ষা বোর্ডগুলোর ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, অঞ্চলভেদে শিক্ষার্থীদের সাফল্যে ভিন্নতা রয়েছে।
মোট ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন শিক্ষার্থী পরীক্ষায় পাস করেছে। তবে সাধারণ শিক্ষা বোর্ডগুলোর পাসের হারে বৈচিত্র্য থাকায় গড় পাশের হার উল্লেখযোগ্যভাবে কমেছে।
সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডে পাসের হার ( ৬৪ দশমিক ৬২ শতাংশ) সবচেয়ে বেশি। অন্যদিকে, সবচেয়ে কম পাসের হার (৪৮ দশমিক ৮৬ শতাংশ) কুমিল্লা বোর্ডে।
ঢাকার পরেই রয়েছে বরিশাল বোর্ড, যেখানে পাসের হার ৬২ দশমিক ৫৭ শতাংশ; আর রাজশাহী বোর্ডে পাসের হার ৫৯ দশমিক ৪০ শতাংশ। এসব অঞ্চলের তুলনামূলক ভালো ফলের কারণে সামগ্রিক গড় ফলাফল কিছুটা ভারসাম্য পেয়েছে।
তবে বেশ কয়েকটি শিক্ষা বোর্ডেই পাসের হার ৫৫ শতাংশে পৌঁছাতে পারেনি। এর মধ্যে কুমিল্লা বোর্ডে সর্বনিম্ন পাসের হার ৪৮ দশমিক ৮৬ শতাংশ। যশোর বোর্ডেও পাশের হার মাত্র ৫০ দশমিক ২০ শতাংশ।
সিলেট বোর্ডে পাসের হার ৫১ দশমিক ৮৬ শতাংশ, ময়মনসিংহ বোর্ডে ৫১ দশমিক ৫৪ শতাংশ, আর চট্টগ্রাম বোর্ডে সামান্য ভালো ফলাফল করে পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ৫৭ শতাংশে।